Trending

বলুন দেখি, ঠিক কতগুলি সংখ্যা রয়েছে এই ছবিটিতে? ৯৯ শতাংশ ব্যর্থ হবেন বলতে

এই ছবিতে ঠিক কতগুলি সংখ্যা রয়েছে? বলতে পারবেন কি আপনি? চেষ্টা করে দেখতে পারেন। তবে বলে রাখি, ৯৯ শতাংশ মানুষই কিন্তু ব্যর্থ হয়েছেন। এই একটি ধাঁধা নেট মাধ্যমে বেশ সাড়া ফেলেছে। বেশ ভাইরাল হয়েছে দৃষ্টিভ্রমের এই ছবি।

এই ছবিতে রয়েছে সংখ্যার খেলা। এর পাশাপাশি অবশ্য চোখের খেলাও রয়েছে। প্রাথমিকভাবে ছবিটি দেখলে মনে হবে যে ছবিতে তিনটি সংখ্যা রয়েছে, তা হল ৬, ৪ ও ৮। এটা সহজেই বলে দেওয়া যায়। তবে শুধু তিনটে নয়, এই ছবিতে আরও অনেকগুলি সংখ্যাই লুকিয়ে রয়েছে।

অনেকেই চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। সঠিক কতগুলি সংখ্যা রয়েছে ও তা কী কী, তা বলতে পারেন নি বেশিরভাগ মানুষই। আপনি কী চেষ্টা করে দেখবেন নাকি। কে বলতে পারে আপনি হয়ত সেই এক শতাংশ মানুষের মধ্যে একজন যিনি সঠিক উত্তরটি বলতে পারবেন।

তবে আপনার সুবিধার্থে বলে দিই যে এই ছবিতে কিন্তু ষতিনটি বা চারটি নয়, মোট ১০টি সংখ্যা লুকিয়ে রয়েছে। এবার আপনি নিজেই খুঁজে বের করুন দেখি সেই ১০টি সংখ্যা কী কী!

Related Articles

Back to top button