ফুটবল দিয়ে তাড়ানো হবে ব্রিটিশদের! আসছে নয়া ওয়েব সিরিজ ‘মুক্তি’

স্বাধীনতা পূর্ববর্তী যুগ ফিরে আসতে চলেছে। ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা সংগ্রামীদের মরণপন সংগ্রাম কেমন ছিল? আসছে সেই কাহিনী। Zee5 সিরিজের মাধ্যমে সেই কাহিনী পরিবেশিত হবে। সিরিজের নাম দেওয়া হয়েছে মুক্তি। অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী, দিতিপ্রিয়া রায়, অর্জুন চক্রবর্তী, চিত্রাঙ্গদা, চান্দ্রেয়ী, ঘোষ, সুদীপ সরকারের মত অভিনেতা-অভিনেত্রীদের মাধ্যমে পর্দায় ফুটে উঠবে সেই গল্প। পরিচালনায় রয়েছেন রোহন ঘোষ। প্রযোজনা ফ্যাটফিশ এন্টারটেইনমেন্ট- এর।

১৯৩১ সালের ব্রিটিশ ভারতের পটভূমিতে তৈরি একটি দেশাত্মবোধক ক্রীড়া কল্পকাহিনী হলো মুক্তি। ২৬ জানুয়ারী শুরু হবে সম্প্রচার। দীর্ঘদিন পরে জিফাইভে দেখানো হবে বাংলা কাহিনী। এই সিরিজে জেলারের ভূমিকায় দেখা যাবে ঋত্বিক চক্রবর্তীকে। আর তাঁর স্ত্রীর ভূমিকায় রয়েছেন দিতিপ্রিয়া। অন্যদিকে, বিপ্লবীর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে অর্জুন চক্রবর্তী ও সুদীপ সরকারকে।

football

ফুটবলের সঙ্গে বাঙালি আবেগ ওতপ্রোতভাবে জড়িত। সেই সঙ্গে যুক্ত হয়েছে দেশপ্রেমের আবেগ। তাই সিরিজ রিলিজের জন্য ২৬ জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবসকে বেছে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্জুন ও দিতিপ্রিয়া। ট্রেলার ও সিরিজ দেখার জন্যও তাঁরা অনুরোধ করেছেন। ফুটবল কীভাবে ব্রিটিশদের বিরুদ্ধে মেদিনীপুর জেলের রাজবন্দিদের গর্জে উঠতে অনুপ্রাণিত করলো সেটাই দেখার। রাজনৈতিক বন্দি এবং তাদের সহযোগীদের আদর্শ আলাদা হলেও মূল লক্ষ্য হলো ব্রিটিশ শাসন থেকে মুক্তি। অর্থাৎ অ্যাকশন, রোমাঞ্চ, সহানুভূতি, উত্তেজনা, রাগ এবং জয়ের মেলবন্ধনে রচিত এই সিরিজটি তা নিঃসন্দেহে বলা যায়।

Back to top button