Tollywood

‘মিস বৃষ্টিবাড়ি, চোখ খুলুন আমি এসে গেছি!’ পিহুকে বাথটব থেকে তুলল ঋষি,টুবাইদা কি বাঁচাতে পারবে তার প্রিয়দর্শিনীকে?

স্টার জলসার অন্যতম জনপ্রিয় সিরিয়াল হলো মন ফাগুন।এর আগে টিআরপি রেটিং তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করল চলতি সপ্তাহে টিআরপি রেটিং একটু কমে পঞ্চম স্থানে রয়েছে এই সিরিয়ালটি।এর মাঝেই জানা গেছিল শুটিং করতে গিয়ে শন ব্যানার্জি পায়ে আঘাত পেয়েছেন তবে এখন জানা যাচ্ছে যে তিনি ভালো আছেন।

বর্তমানে সিরিয়ালে চলছে টানটান উত্তেজনা। যুধাজিৎ লোক দিয়ে পিহুকে অজ্ঞান করিয়ে তাকে বাথ টাবে জলের মধ্যে হাত-পা বেঁধে ডুবিয়ে দেয়। অন্যদিকে পিহু না আসায় বিয়ের আসর থেকে দৌড়ে পালায় ঋষি।

মিস বৃষ্টিবাড়িকে পাগলের মতো খুঁজতে খুঁজতে সে লুকিয়ে ঢুকে পড়ে যুধাজিতের বাংলোতে। এর মধ্যেই দেখা যায়, সে গোটা বাড়ি জুড়ে পিহুকে খুঁজছে কিন্তু কোথাও পাচ্ছে না।তারপর সে বাথরুমে ঢুকে দেখে যে কোথাও কেউ নেই কিন্তু তার পরেই হঠাৎ তার চোখ যায় বাথটবের দিকে। সেখানে একটি ফোন রাখা।

ঋষি গোটা ব্যাপারটা দেখতে এগিয়ে যেতেই দেখে বাথটবে পিহু হাত পা মুখ বাঁধা অবস্থায় জলের মধ্যে ডুবে রয়েছে। সে আতঙ্কে চিৎকার করে ওঠে এবং পিহুকে জল থেকে তোলে। টুবাই দা কি পারবে তার প্রিয়দর্শিনী কে বাঁচাতে? জানতে হলে আপনাকে চোখ রাখতে হবে স্টার জলসায় মন ফাগুনে।

Related Articles

Back to top button