Tollywood

পিহুকে বাঁচাতে মন্ডপ ছেড়ে ছুটল ঋষি! অন্যদিকে ঋষির বাবাই পিহুর বাবার মৃত্যুর জন্য দায়ী,অজানা তথ্য ফাঁস হচ্ছে মন ফাগুনে

স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে মন ফাগুন।গত সপ্তাহে বিভিন্ন টিআরপি রেটিংয়ের কারণে এই সিরিয়াল দ্বিতীয় স্থানে উঠে এসেছিল টিআরপি রেটিং তালিকায় তবে বর্তমানে তা আবার প্রথম 5 এর বাইরে বেরিয়ে গেছে। তবে আবার ফিরে এলে আসতে চলেছে নতুন টুইস্ট।

আগামী 5 ই মার্চ অর্থাৎ শনিবার সিরিয়ালে কী হতে চলেছে তা আপনাদেরকে এবার জানানো যাক।এতদিনে সবাই দেখতে পাচ্ছিলেন যে ঋষি এবং প্রিয়াঙ্কার বিয়ে হতে যাচ্ছিল কিন্তু ঋষি শর্ত দিয়েছিল যে সে মিস বৃষ্টি বাড়ি কে নিজের চোখের সামনে না দেখতে পেলে এই বিয়ে করবে না। কিন্তু পিহু প্রিয়াঙ্কার বাবার বিরুদ্ধে প্রমাণ খুঁজতে পৌঁছে যায় তাদের বাংলোবাড়িতে এবং সেখানে সে যখন প্রমাণ খুঁজে পায় তখন যুধাজিৎ এর লোকেরা তাকে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে হাত-পা বেঁধে নিয়ে আসে।

তাকে বাথটাবে শুইয়ে রেখে জলের কল চালিয়ে দেয়া হয় এবং তখন সেখানে যুদ্ধ জিৎ এসে বলে যে ঋষির বাবাই পিহুর বাবার মৃত্যুর জন্য দায়ী। পিহু অজ্ঞান অবস্থায় থাকলেও এই কথা শুনতে পায়।

অন্যদিকে ঋষি যখন পিহু কে দেখতে পায় না তখন সে মন্ডপ ছেড়ে দৌড় লাগায়।এরপরে মন ফাগুনে কোন ধামাকা আসতে চলেছে তা জানার জন্য আপনাকে রোজ সন্ধ্যা বেলা সাড়ে সাতটার সময় চোখ রাখতে হবে স্টার জলসায়।

Related Articles

Back to top button