Connect with us

Tollywood

শাহরুখ খান বলেই কি ছবি তুলতে হবে?সৃজিতের স্ত্রী মিথিলার মন্তব্যে বিতর্ক নেট দুনিয়ায়

Published

on

বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান। তার অভিনীত সিনেমা মানেই বলিউডের পর্দায় সুপারহিট।ভক্তরা ভালোবেসে তাকে বাদশা বলেন।এই হেন অভিনেতাকে সামনে পেলে স্বাভাবিক ভাবেই ছবি তোলার জন্য মুখিয়ে থাকেন সকলেই।

কিন্তু সৃজিত মুখোপাধ্যায় স্ত্রী মিথিলা শাহরুখ খান কে দেখে কোনো হেলদোল নেই তার।সম্প্রতি সর্বভারতীয় সংবাদমাধ্যমে এমনই এক খবর প্রকাশ্যে এসেছে।

বাংলাদেশের এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে মিথিলার কাছে জানতে চাওয়া হয় শাহরুখ খানকে দেখার অনুভূতি কেমন? ২০১৯ সালে ২৫ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছিলেন শাহরুখ খান।


এই প্রসঙ্গে সৃজিতের ঘরণী জানান তার স্বামী সৃজিত তাকে জোর করে ছবি তুলতে নিয়ে গিয়েছিলেন। কারণ মিথিলা মনে করেন ‘এমন তো নয় যে তাঁর সঙ্গে কোনো বাক্য বিনিময় হয়েছে। শুধু একটা ছবি তুলে আমি অত এক্সাইটেড হতে পারিনি।’শাহরুখ খান বলেই কি তার সঙ্গে ছবি তুলতে হবে?

পাশাপাশি তিনি আরো জানান আমি ছোটবেলা থেকেই স্টারদের দেখলে স্বাভাবিকভাবেই নিতাম। আমি কাউকে দেখেই অজ্ঞান হয়ে যাই না। অনুষ্ঠানে কলকাতার সব স্টার শাহরুখ খানের সঙ্গে ছবি তুলছিলেন। আমি চুপ করে বসে ছিলাম। সৃজিত আমাকে এসে বলছিল, তুমি যাবে না ছবি তুলতে। আমার যেতে ইচ্ছা করছিল না। সৃজিত আমাকে প্রায় জোর করেই শাহরুখ খানের সঙ্গে ছবি তোলার জন্য নিয়ে যায়। শুধু ছবিটাই তুললাম।’

Click to comment

Leave a Reply

Your email address will not be published.

Trending