Khukumoni: জনপ্রিয় হিন্দি গানে কোমর দুলিয়ে নাচলো আমাদের খুকুমণি! ভিডিও দেখে চোখ কপালে নেটিজেনদের

মাত্র কয়েকদিন হল স্টার জলসায় শুরু হয়েছে নতুন সিরিয়াল খুকুমণি হোম ডেলিভারি।যার কনটেন্টের জোরে ইতিমধ্যেই টিআরপি রেটিংয়ে ভালো জায়গায় চলে গেছে। খুকুমণির চরিত্রের অভিনেত্রী হলেন দীপান্বিতা রক্ষিত। এর আগে সাঁঝের বাতি সিরিয়ালে তাকে একটি নেগেটিভ চরিত্রে দেখা গেছিল।তবে এবার স্টার জলসাতে খুকুমণি হোম ডেলিভারিতে অভিনয় করে তিনি বেশ ভালো নাম কুড়িয়েছেন অল্পদিনের মধ্যেই।

দীপান্বিতা রক্ষিত সোশ্যাল মিডিয়াতে বেশ একটিভ।সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে তিনি একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে তাকে জনপ্রিয় হিন্দি গান মেরা ইয়ার গানে আধুনিকভাবে নাচতে দেখা যাচ্ছে। পরনে রয়েছে পার্পল রংয়ের জামা আর প্যান্ট। খুকুমণির এই অবতার কে আপনি চিনতে পারবেন না।

 

View this post on Instagram

 

A post shared by Dipanwita Rakshit (@dipanwitarakshit)

তিনি অভিনয়ের সঙ্গে যে নাচে ও দক্ষ তা তার এই নাচ দেখলেই স্পষ্ট বোঝা যাবে। ইতিমধ্যেই রিল ভিডিওতে হাজার হাজার লাইক আর কমেন্ট এসে গেছে। সকলেই খুকুমণির নয়া অবতার দেখে বেশ খুশি।

Back to top button