Tollywood

সবাইকে লুকিয়ে রাতে খড়ির ঘরে ঋদ্ধি,ঋদ্ধির আদরের ঠেলায় চমকে গেল খড়ি! ভালবাসার বন্যা বইবে গাঁটছড়ায়

বর্তমানে স্টার জলসার সিরিয়াল গাঁটছড়া দুর্দান্ত ফলাফল করছে টিআরপি রেটিং তালিকায়। আর হবে নাই বা কেন যে রকম টানটান উত্তেজনা ভরা স্ক্রিপ্ট সেরকম গৌরব সোলাঙ্কির দুর্ধর্ষ অভিনয়‌।বর্তমানে সিরিয়ালে চলছে টানটান উত্তেজনা তবে এবার আসবে ভালোবাসার ছোঁয়া।

দ্যুতি আর রাহুলের পর্দা ফাঁস হয়ে গেছে ঋদ্ধিমান এর কাছে আর ঋদ্ধিমানকে বাঁচাতে গিয়ে মাথায় ইটের আঘাত খেয়েছে খড়ি। আজকের এপিসোড দেখা যাবে যে, খড়ির ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেবে ঋদ্ধিমান। এর পরে কী হতে চলেছে তা জানার জন্য দর্শক উদগ্রীব হয়ে আছে।

আমরা আপনাদেরকে জানাই যে কী হতে চলেছে আগামী রবিবারের পর্বে। ঋদ্ধিমান খড়ির ঘরে ঢুকে যাবে, এরপর দরজা বন্ধ করে দেবে। সেই দেখে খড়ি চমকে যাবে। তখন ঋদ্ধিমান তার সামনে এসে বলবে যে সে খড়ির কপালে ওষুধ লাগাতে এসেছে। তখন খড়ি রাগ করে বলবে যে তার দরকার নেই। ঋদ্ধিমান আবার বলবে যে এত তেজ দেখানো ভালো না

খড়ি আবার এর প্রতিবাদ করে মুখ ঘুরিয়ে নিতেই ঋদ্ধিমান খড়ির মুখ চেপে ধরে এ দিকে ঘুরিয়ে কপালে মলম লাগিয়ে দেয়। অবাক চোখে তাকিয়ে থাকে খড়ি।

Related Articles

Back to top button