Tollywood

নতুন বউয়ের প্রতি তৈরি হচ্ছে টান, রাতের বেলা সবাইকে লুকিয়ে খড়ির ঘরে ঢুকলো ঋদ্ধি! গাঁটছড়ায় দেখানো হবে জমজমাট পর্ব

এই নিয়ে পরপর তিন সপ্তাহ হয়ে গেল টিআরপি রেটিং চার্টে শীর্ষস্থান ধরে রেখেছে গাঁটছড়া। ঋদ্ধি এবং খড়ির যুগলবন্দী দেখতে সাধারণ মানুষ কিন্তু বেশ পছন্দ করছে। যতই তাদের মধ্যে বিরোধ থাকুক না কেন, যতই অ্যাংরি ইয়াং বিজনেসম্যান ঋদ্ধি খড়িকে অপমান করুক না কেন ধীরে ধীরে মনে হয় তার মন গলছে। ঋদ্ধির দিকে ছোঁড়া ইঁট যখন খড়ি এসে নিজের মাথায় নেয় আর যখন খড়ির মাথা ফেটে যায় তখন খড়িকে জল খাইয়ে দেয় ঋদ্ধিমান।

আগামী পর্বে দেখা যাবে বাড়ি ফেরার পর রাহুল খড়ি কে বলে আজ তুমি আমাকে কর্নার করার চেষ্টা করলে আর তার জন্য আমার দেওয়ালে পিঠ ঠেকে গেল। এবার তুমি দেখো আমি তোমার কী করি?খড়ি বাড়ি ফেরার পর নিজের ঘরে গিয়ে ভাবতে থাকে যে আজ রাহুল যেভাবে ব্যাপারটাকে চাপা দেওয়ার চেষ্টা করল তাদের খড়িকেই এবার কিছু করতে হবে।দিদির মুখ থেকে আসল সত্যি সে বার করেই ছাড়বে।

আর এর মধ্যে ঋদ্ধিমান খড়ির ঘরে আসে এবং দরজা বন্ধ করে দেয়। খড়ির সঙ্গে কী করতে চলেছে ঋদ্ধিমান? জানতে গেলে আপনাকে প্রত্যেকদিন সন্ধে সাতটায় চোখ রাখতে হবে স্টার জলসার পর্দায়।

Related Articles

Back to top button