Tollywood

খোলা গলায় সকলের সামনে আমার ভিনদেশী তারা গান ধরল আদৃত, পাশে দাঁড়িয়ে লজ্জা পাচ্ছে সৌমি! ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

জি বাংলার সিরিয়াল মিঠাই দেখেন না এরকম সিরিয়াল প্রেমী মানুষ খুব কম আছেন। রাত আটটা বাজলেই নিজে থেকেই আমরা জি বাংলা খুলে ফেলি আর চেটেপুটে উপভোগ করতে থাকি সুখে দুখে মিষ্টিমুখে মিঠাই। দেখতে দেখতে এই সিরিয়ালের একবছর হয়ে গেল। সম্প্রতি কমপ্লিট হল ৪৫০ এপিসোড।

আমরা সকলেই জানি যে এরপর মিঠাইতে আসতে চলেছে একটা ভয়ঙ্কর গল্প। কেউ একটা মোদক পরিবারের মিষ্টির ব্যবসার ক্ষতি করতে চলেছে। ওমি আগারওয়াল এবং তোর্সা তো রয়েছেই সেই সঙ্গে অন্য কেউ একটাও যুক্ত রয়েছে। সেটা পিসেমশাইও হতে পারে।

এরমধ্যেই আমরা ফেসবুকে একটা মিষ্টি ভিডিও কালকেই পেয়ে গেছি। গতকাল বেহালার ম্যাক্সে এসেছিলেন আদৃত, সৌমিতৃষা, দাদাই আর ঠাম্মি। পয়লা বৈশাখ উপলক্ষ্যে এসেছিলেন তারা। সেখানেই আদৃত খোলা গলায় গান গেয়ে শোনাল তার ভক্তদের উদ্দেশ্যে। সকলের উদ্দেশ্যে সে গান গেয়ে শোনাল আমার ভিনদেশী তারা।

আশেপাশে প্রচুর মানুষ জড়ো হয়েছিলেন উচ্ছে বাবুকে একবার দেখবেন বলে। তবে গোটা অনুষ্ঠানে মিঠাইকে একটু আড়ষ্ট লেগেছে। কিন্তু উচ্ছেবাবু তার পারফরম্যান্স দিয়ে মাতিয়ে রেখেছিলেন সকলকে। এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button