Entertainment

পুষ্পার আল্লু অর্জুনের স্টাইলে নেচে নেচে হরিনাম সংকীর্তন, হরেকৃষ্ণ গানও গাওয়া হচ্ছে শ্রীভল্লি সুরে,দেখে মাথায় হাত নেটিজেনদের

বর্তমানে সারা ভারত দুই প্রকার জ্বরে আক্রান্ত। এক হচ্ছে করোনা আর দুই নম্বর হচ্ছে পুষ্পা। এই সিনেমা যেমন বক্সঅফিসে অত্যন্ত ভালো ফল করেছে সেরকমই এই সিনেমার গানগুলোও বিখ্যাত হয়েছে।শ্রীভল্লি, উ আন্টাভা, সামি সামি গানে প্রচুর মানুষ থেকে সেলিব্রিটি ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।

কিন্তু সেতো গেল মজার ছলে, এবার সোশ্যাল মিডিয়া যে ভিডিওটি ভাইরাল হয়েছে তা দেখে চক্ষু চড়কগাছ নেটিজেন দের। আমাদের বাংলায় এখনো পর্যন্ত হরিনাম সংকীর্তন এর চল আছে বিভিন্ন জেলায় জেলায়। প্রায় প্রতিটা পূর্ণিমায় হরিনাম সংকীর্তন হয় বিভিন্ন জেলায়। এছাড়া বিভিন্ন পূজা-পার্বণে তো রয়েছেই। এবার দেখা গেল পুষ্পা সিনেমার শ্রীভল্লি গানের স্টাইলে হরিনাম সংকীর্তন হতে!

বাবাই ঘোষ নামে জনৈক এক নেটিজেন একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে কোথাও একটা হরিনাম সংকীর্তন চলছে। সেখানে হরে রাম হরে কৃষ্ণ গাওয়া হচ্ছে একদম অবিকল শ্রীভল্লির সুরে। আর যারা কীর্তন করছেন তারা নাচছেন একদম আল্লু অর্জুন এর মত।

স্বাভাবিকভাবেই এই দৃশ্য দেখে চমকে গিয়েছিলেন নেটিজেনরা। তারা বলছেন যে এরকমভাবে হরিনাম সংকীর্তন এর সিনেমার নাচ করার কী দরকার? ভগবানের সঙ্গে সস্তা জনপ্রিয়তা কি না জুড়লেই ছিল না?

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button