Entertainment

মেকআপের কামাল!ছিলেন এক হয়ে গেলেন আর এক, চিনতে পারছেন এই বিখ্যাত টলি অভিনেত্রীকে?

মেকআপের মাধ্যমে মানুষকে আমুল পাল্টে ফেলা যায়। এর জ্বলজ্যান্ত প্রমাণ দিল এই ভিডিও। সাদামাটা ছেলে থেকে হয়ে গেলেন এক সুন্দরী নারী। যদিও সেটা চাট্টিখানি কথা নয়। কিন্তু এমনটাই সম্ভব হয়ে উঠলো হাত আর তুলির জাদুতে।

ভিডিওটি ভাইরাল হয়েছে। আর এর অন্যতম কারণ হচ্ছে ভিডিওটির মুখ। রয়েছেন সোশ্যাল মিডিয়া সেনসেশন স্যান্ডি সাহা। আর তাঁর উপরেই মেকআপ করে দেখানো হলো।

এতেই পাল্টে গেলো তাঁর ভোল। সাদা-লাল শাড়ির সঙ্গে ঐতিহ্যবাহী বাঙালি লুক। একেবারে পারফেক্ট সাজ। মেকআপ করার সময় স্যান্ডি পরেছিলেন একটি লাল টি শার্ট। আর তারপরেই মুহূর্তের মধ্যে টোটাল মেকওভার। সম্পূর্ণ মেকআপ করলেন এক মহিলা। দেখলেন দর্শক।

তবে এর মধ্যে সবথেকে ভাইরাল হয়েছে স্যান্ডি সাহার নিজের করা একটি কমেন্ট। “Make up এর পরে আমাকে একদম Selena Gomez এর মতো লাগছে না? 😉” এটাই প্রশ্ন করেছেন তিনি দর্শকদের। সকলেই প্রশংসা করেছে এই সুন্দর মেকআপের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button