সোশ্যাল মিডিয়ায় অশ্লীল আক্রমণের শিকার গায়ক শান! এমন শ্রোতা চান না ইমন

বর্তমানে সোশ্যাল মিডিয়ার দৌলতে তাদের অনুরাগীরা সহজে কথোপকথন করতে পারে। প্রযুক্তির এতটা উন্নতি হওয়ার আগে অবধি সাধারণত সেলিব্রিটিরা শুধুমাত্র তাঁদের প্রতিভা প্রদর্শন করতে পারতেন। কিন্তু তাঁদের অনুরাগীরা এবং সাধারন মানুষ কিভাবে সেগুলো গ্রহণ করছেন অর্থাৎ তাদের মনোভাব সেলিব্রিটিরা বুঝতে পারতেন না। এখন প্রযুক্তির দৌলতে সেটা খুবই সহজ এবং সম্ভব হয়ে গেছে। তবে এর ভাল খারাপ দুইই রয়েছে। সম্প্রতি একটি সোশ্যাল মাধ্যম ইনস্টাগ্রামে লাইভে এসেছিলেন বিখ্যাত গায়ক শান। কিন্তু সেখানে তাঁর যে অভিজ্ঞতা হল তাতে বেশ বিরক্ত তিনি।

তিনি যখন কথোপকথন করছিলেন সেই সময় হঠাৎ একদল অনুরাগী তাঁকে অশ্লীল ভাষায় আক্রমণ করতে শুরু করে কমেন্টে। শান সেগুলি একে একে পড়ছিলেন এবং তাঁর বিরক্তি ও হতাশা প্রকাশ করছিলেন। গায়ক সকলকে অনুরোধ করছিলেন ভদ্র ভাষায় কথা বলার জন্য কারণ এটি গণমাধ্যম। আর এই ভিডিওটি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। তারপরেই সঙ্গীত জগতে আলোড়ন সৃষ্টি হয়। কেন একজন স্বনামধন্য গায়ককে এভাবে হেনস্থা করা হবে, গায়কের কী দোষ এই ধরনের নানা প্রশ্ন উঠতে থাকে। শুধু সংগীতশিল্পীরাই নন, সঙ্গীতপ্রেমী বহু মানুষ এই ঘটনার প্রতিবাদ জানাতে শুরু করেন নিজেদের মতো করে। এবার শানের পাশে দাঁড়ালেন ইমন সেন।

ইমন সোশ্যাল মিডিয়ায় নিজের ক্ষোভ উগরে দিয়ে বলেছেন যে সমস্ত শ্রোতারা সঙ্গীতশিল্পীদের সম্মান করতে জানেন না তাদের প্রয়োজন নেই। একজন প্রকৃত শ্রোতা ১০০ জন কুরুচিকর শ্রোতার চেয়ে ঢের গুন ভালো বলে মত ইমনের। শানের মত একজন প্রতিষ্ঠিত শিল্পীকে এভাবে অপমানিত হতে দেখে তিনি যথেষ্ট দুঃখ পেয়েছেন। শ্রোতাদের তিনি এরকম ব্যবহার করতে মানা করেছেন।

Back to top button