Parineeti Chopra: ভাইয়ের দোকানের খাবার খেয়ে উল্লাসিত পরিণীতি চোপড়া! নিজেই করলেন ছবি শেয়ার

তিনি বলিউডের মিষ্টি অভিনেত্রী পরিণীতি চোপড়া। সম্পর্কে তিনি অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার বোন কিন্তু নিজের দক্ষতায় আজ বলিউডে জায়গা করে নিয়েছেন পরিনীতি।অনেকদিন তাকে সিনেমার পর্দায় দেখা যায়নি ঠিকই তবে এরপরে উঁচাই সিনেমাতে তাকে দেখা যাবে যেখানে তার বিপরীতে অভিনয় করবেন অমিতাভ বচ্চন।

পরিণীতির ভাই সহজ চোপড়া সম্প্রতি একটি রেস্টুরেন্ট খুলেছেন পাঞ্জাবে। সেখানেই গেছিলেন পরিনীতি চোপড়া আর জমিয়ে খেলেন পাঞ্জাবি খানা। ছোট থেকেই যে তার বাটার চিকেন, তন্দুরি নানের সঙ্গে সম্পর্ক সে কথা তিনি আগেই জানিয়েছিলেন। ভাইয়ের রেস্তোরাঁর খাবার খেয়ে তিনি জানালেন তার খুব ভালো লেগেছে। কারণ প্রত্যেকটা রান্নায় কম তেলে আর দুর্দান্ত খেতে।

পরিণীতির সামনে রাখা ছিল বিভিন্ন রকমের ডেজার্ট বিরিয়ানি ডাল মাখানি বাটার চিকেন নান। লোভনীয় সব খাবার দেখে পরিণীতির যে জিভে জল চলে আসছে তা তার এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছে। ভাই সহজ চোপড়ার সঙ্গে একাধিক ছবি শেয়ার করেন নায়িকা। খাবার খেয়ে দারুণ উচ্ছ্বসিত দেখাচ্ছে পরিণীতিকে।

Back to top button