Bollywood

শিবরাত্রিতে শিবের ভজনে আপন মনে নাচে মগ্ন কঙ্গনা রানাওয়াত!বিতর্কের রানীর ভিডিও মুহূর্তেই ভাইরাল

বলিউডের এমন একজন অভিনেত্রী আছেন যিনি নিজের অভিনয় এর থেকে বেশি শিরোনামে থাকেন নিজের করা মন্তব্যের জন্য। আশা করি বুঝতে পারছেন কার কথা বলা হচ্ছে। তিনি হলেন কঙ্গনা রানাওয়াত। নিজের রিয়ালিটি শোর পর তিনি আবার উঠে এসেছেন সংবাদ শিরোনামে।তবে এবার তিনি বিখ্যাত হয়েছেন শিবের ভজন গানে নিজের নাচ করার জন্য।

মহাদেবের ভক্ত অভিনেত্রী। সধগুরুর ইশা ফাউন্ডেশন শিবরাত্রি উপলক্ষ্যে আয়োজন করে একটি অনুষ্ঠানের। এবার সেই উপলক্ষ্যে কঙ্গনাকে স্বাগত জানাতে তিনি পৌঁছে যান সেখানে।

সেই অনুষ্ঠানেরই কিছু অংশ সোশ্যাল মিডিয়ায় নায়িকা নিজে পোস্ট করতেই ভাইরাল হয়ে গিয়েছেন তিনি।সেই কথাই এখন ঘুরছে লোকের মুখে মুখে। কোয়েম্বাটোরে হওয়া এই অনুষ্ঠানে শিবের ভজনের সঙ্গে প্রাণ খুলে নাচ করছেন কঙ্গনা। নুসরত ফতে আলি খানের গান তেরে রশকে কমর-এ তুমুল নাচ করছেন তিনি। শুধু তাই নয়, এর পাশাপাশি আবার একটি ভজনেও নাচ করেছেন তিনি। হংসরাজ রঘুবংশির গানে নাচ করলেন নায়িকা। সামনে অগণিত ভক্তের ভিড়।

এমনিতেই নায়িকার ভাগ্যে বৃহস্পতি। সম্প্রতি একটি নতুন রিয়ালিটি শোয়ের সঞ্চালিকার ভূমিকা পালন করছেন তিনি। সেখানে তিনিই করবে একচ্ছত্র রাজ। ১৬ জন তারকার থেকে গোপন তথ্য বের করে আনবেন নায়িকা।

Related Articles

Back to top button