Bollywood

অসুস্থ বিগ বি! অনুরাগীদের চিন্তা বাড়িয়ে শারীরিক অসুস্থতার কথা পোস্ট নায়কের

আবার অসুস্থ হলেন অমিতাভ বচ্চন। রবিবার রাতে অনুরাগীদের চিন্তা বাড়িয়ে টুইটারে নিজের স্বাস্থ্য সম্পর্কে একটি বিশেষ পোস্ট করেন নায়ক। তারপরই সকলের একটাই প্রশ্ন কেমন আছেন তিনি? কারণ অভিনেতার অনুরাগী দেশে বিদেশে ছড়িয়ে আছে। আর সকলেই নায়ককে খুবই ভালোবাসেন মানুষ এবং অভিনেতা হিসেবে। সেখানে নায়ক নিজে এমন পোস্ট করায় বেগে উদ্বিগ্ন সকলেই। কী হয়েছে অমিতাভের?

রবিবার রাতে অমিতাভ টুইট করেন যে তাঁর হার্ট পাম্প হচ্ছে। আর এই বিষয়েকে ঘিরে তিনি একইসঙ্গে চিন্তিত এবং আশাবাদী।
এর সাথেই একটি নমস্কার ও ভালোবাসার ইমোজি জুড়ে দিয়েছেন নিজের পোস্টে অমিতাভ। এরপর থেকেই তাঁর অনুরাগী মহল জুড়ে দুশ্চিন্তার কালো মেঘ। সবাই জানতে চান, কী হয়েছে আর কেমন আছেন তিনি?

নেটিজেনদের একাংশ অমিতাভকে পর্যাপ্ত বিশ্রাম নিতে ও ঘুমাতে পরামর্শ দিয়েছে। অনেকে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছে। তবে সোমবার অমিতাভ লিখেছেন, তাঁর রবিবারের টুইটটি আসন্ন ফুটবল ম্যাচ ও শুটিংয়ের চাপকে কেন্দ্র করে লিখেছিলেন। ওই ফুটবল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করছিল তাঁর প্রিয় দল চেলসি। আর সেই কারণেই বুক ধুকপুকুনি বেড়ে গিয়েছিল তাঁর। এই মুহূর্তে নায়ক ব্যস্ত তাঁর আসন্ন সিনেমা ঝুন্ডকে ঘিরে।

Related Articles

Back to top button