Mon Phagun: নতুন এই ধারাবাহিকের জন্য ভেঙে দেওয়া হল ‘মন ফাগুন’এর গোটা সেট! মনখারাপ সকলের 

সিরিয়াল জগতে একের পর এক নতুন ধারাবাহিক আসায় বন্ধ হচ্ছে পুরোনো বহু ধারাবাহিক। আর এই নতুন ধারাবাহিকের মধ্য দিয়ে জুটি বাঁধছেন অনেক জনপ্রিয় পুরোনো তারকা ও সাথে নতুন কিছু মুখ। টিআরপি তালিকায় সর্বদা ভাল স্কোর না করলেও, দর্শকের মধ্যে বিপুল জনপ্রিয় হয়েছিল শন বন্দ্য়োপাধ্যায় এবং সৃজলা গুহ অভিনীত স্টার জলসার ধারাবাহিক ‘মন ফাগুন’।

ঋষি এবং পিহুর কাহিনী প্রথম থেকেই দর্শকদের বেশ প্রিয় ছিল। সিরিয়াল শেষ হয় গিয়েছে গত বছর। ধারাবাহিক চলাকালীনই বহুসময় শন এবং সৃজলাকে নিয়ে প্রেমের চর্চা হয়েছে। কিন্তু এ সবই ধামাচাপা পড়ে গিয়েছে সিরিয়াল বন্ধ হওয়ার পর। মন ফাগুনের পর এই দুই নায়ক- নায়িকাকেই তেমন আর দেখা মেলেনি ধারাবাহিকে। তাই সকল দর্শকই এনাদের ফেরার আশায় দিন গুনছেন।

এরপর শনের ফিরে আসার খবর পাওয়া গেলেও সৃজলার খবর পাওয়া যায়নি। সৃজলা ‘হরগৌরি পাইস হোটেল’এর দোল উৎসবের বিশেষ এপিসোডে অতিথি হিসেবে যুক্ত হয়েছিলেন। মন ফাগুন যে সেটা শুটিং হচ্ছিল, সেই সেট ধারাবাহিকের পর পরেই ছিল। এবার সেই সেট পুরোপুরি ভেঙে দেওয়া হল। শোনা যাচ্ছে, সেই সেটা শুটিং হবে ‘তুঁতে’ ধারাবাহিকের।

নতুন এই ধারাবাহিকের জন্য পুরোনো সেই সেট পুরো ভেঙে দিয়ে নতুন করে গড়ে তোলা হবে। টিআরপির অভাবে একের পর এক ধারাবাহিক বন্ধ হচ্ছে। আবার আসছে নতুন ধারাবাহিক। এরই মধ্যে একটি হল ‘তুঁতে’ ধারাবাহিক। যেখানে দীপান্বিতা ও সৈয়দ আরেফিন জুটি বাঁধতে চলেছে।

‘খুকুমণি হোম ডেলিভারি’-র দীপান্বিতা রক্ষিত ও ‘খেলাঘড়’-র সৈয়দ আরফিন এই ধারাবাহিকে অভিনয় করবেন। গ্রামের মেয়ে তুঁতের স্বপ্ন নামী ফ্য়াশন ডিজাইনার হওয়ার। সৎ মা-র টাকার লোভে মেয়েকে শহরের এক বাড়িতে পরিচারিকার কাজ করতে পাঠায় তুঁতের সৎ মা। তুঁতে কিভাবে তাঁর স্বপ্ন পূরণ করবে? তা নিয়ে এগোবে এই ধারাবাহিকের গল্প।

Related Articles

Back to top button