Connect with us

Food

কলকাতায় মিলছে আড়াই টাকায় চিকেন পকোড়া!কোথায় গেলে পাবেন এই গুপ্তধন? জানুন এখনই

Published

on

শিরোনাম পড়েই চমকে গেলেন তো? তবে এটা গল্প নয়, সত্যি। এত কম মূল্যে চিকেন পকোড়া বিক্রি করে রাতারাতি ভাইরাল হয়েছে বিক্রেতা। ক্রেতাদের ভিড়ে উপচে পড়ছে দোকান। জেনে নিন কোথায় গেলে পাবেন এই রসনাতৃপ্তির সুযোগ।

ঢাকুরিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় বহুদিন ধরে দোকান চালাচ্ছে লক্ষী। তা ছিল ভাতের হোটেল। কিন্তু অতিরিক্ত লাভের জন্য ভাতের হোটেল এর পাশাপাশি তেলেভাজার দোকান দেওয়ার কথা মাথায় আসে তার। তবে নিজের এই পরিকল্পনার ফলে যে রাতারাতি ভাইরাল হয়ে যাবে সে সেটা মাথায় আসেনি।

বছর পঞ্চাশের লক্ষী জানায় প্রথম দোকান খোলার পরে রেল কলোনি এলাকার কিছু ছেলে-মেয়েরা এসে বলে পকোড়ার দাম আড়াই টাকা করতে। তা মেনেই সে এই দাম রাখে। এরপরে লক্ষীর ছেলে তাকে ফোনে দেখায় যে সে ভাইরাল হয়ে গিয়েছে। চিকেন আর ধনেপাতা দিয়ে বিশেষ পকোড়া তৈরি করে সে। আর এখন সে দাম বাড়াবে না।

এদিকে এত কম দামে এত ভাল জিনিস মেলায় দোকানে ভিড় সামলাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে তাকে। অনেক সময়ে যোগানে ঘাটতি দেখা
দিচ্ছে। আবার বয়সের ভারে এখুনি ব্যবসা বাড়ানোর কথা চিন্তা করছে না লক্ষী। আর তার সুনাম ছড়িয়ে পড়ার পর সেই একই মান বজায় রাখার চাপ পড়েছে লক্ষ্মীর উপর।

Click to comment

Leave a Reply

Your email address will not be published.

Trending