Nusrat Jahan: বসিরহাট নয়, ছেলের দিকেই বেশি মন দিতে চান নতুন মাম্মা নুসরাত জাহান! করতে চাইছেন না নতুন ছবির কাজও

তিনি হলেন বিতর্ক এর সমার্থক শব্দ নুসরাত জাহান। গত বছর জুড়ে তিনিই ছিলেন বিতর্কের শিরোনামে। নিখিল জৈনের সঙ্গে বিচ্ছেদ, সহ’বাস সঙ্গী বিতর্ক, যশ দাশগুপ্তের সঙ্গে প্রেম এবং লিভ ইন, সন্তানসম্ভবা হওয়া এবং যশের সন্তানের জন্ম দেওয়া, সব মিলিয়ে 2021 সাল টা নুসরাত জাহানের জীবনে বেশ ঘটনাবহুল। একদিকে তিনি বসিরহাটের সাংসদ অপরদিকে তিনি একজন অভিনেত্রী অন্যদিকে তিনি ঈশানের মা। সমস্ত বিতর্ক দূরে সরিয়ে দিয়ে এখন তিনি যশ আর দুই ছেলেকে নিয়ে সাজিয়েছেন সোনার সংসার।

খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে নুসরাত জাহান অভিনীত স্বস্তিক সংকেত সিনেমাটি। সায়ন্তন ঘোষাল পরিচালিত এই সিনেমাতে লেখিকা রুদ্রাণীর ভূমিকায় দেখা যাবে নুসরাত জাহানকে। এছাড়াও হাসবেন্ড যশ এর সঙ্গে মিলে তিনি কাজ করছেন মাস্টার মশাই আপনি কিচ্ছু দেখেননি সিনেমাতে। এছাড়াও গত বছরেই ‘জয় কালী কলকাত্তাওয়ালি’ ছবির কাজও শেষ করেছেন নুসরাত। অর্থাৎ ছবির কাজে তিনি যথেষ্ট ব্যস্ত ছিলেন কিন্তু সম্প্রতি এক বেসরকারি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে তিনি জানালেন যে ‘আমি আর বেশি নতুন ছবির কাজ করতে চাইনা।’

তার কারণ অবশ্যই তার জীবনে নতুন সদস্যের আগমন। মা হওয়ার পর থেকে ঈশানই তার জীবনের ধ্যান জ্ঞান। কাজ সেরে বাড়ি ফিরে এখন শুধু যশকে সময় দেওয়া নয়, আলাদা করে সময় তিনি রাখেন ঈশান এর জন্য। সাক্ষাৎকারে নুসরাত জানিয়েছেন,‘আমি ঈশানের প্রথম হাসি প্রথম হাঁটা, কথা বলা কোনও কিছু মিস করতে চাই না, আমি সব কিছু রেকর্ড করে রাখি।’

সংসার সামলে নিজের বসিরহাট কেন্দ্র দেখা সেই সঙ্গে ছোট্ট শিশু পুত্রকে মানুষ করা আর সঙ্গে অভিনয় এর কাজ করা সত্যিই নুসরাতের পক্ষেই বোধহয় সম্ভব। সবদিক সুন্দর ব্যালেন্স করেই চলছেন তিনি।

Back to top button