অনন্ত-রাধিকার বিয়েতে টলিউডের ছাপ! যাচ্ছেন যশ-নুসরত, অভিনেত্রীর পোশাকের দিকে পাখির চোখ ভক্তদের!

মুম্বই শহর সেজে উঠেছে। প্রায় সব বলিউড (Bollywood) তারকাই ছুটেছেন আম্বানিদের বিয়ের অনুষ্ঠানে। শাহরুখ, সালমান, সঞ্জয় দত্ত, রণবীর কাপুর, রণবীর সিং সবাই হাজির! বলি পাড়ার নায়িকারাও সেজেগুজে এসেছেন আম্বানি দের বিয়েতে। বলাই বাহুল্য সাজো সাজো রব মহারাষ্ট্রে। ‌

আম্বানিদের বিয়েতে যাচ্ছেন নুসরাত!

তবে শুধু বলিউড নয়, আম্বানি পরিবারের বিয়েতে আমন্ত্রণ পেয়েছে টলিউডও। অনন্ত-রাধিকার বিয়েতে অংশগ্রহণ করতে মুম্বাই যাচ্ছেন যশ নুসরাত। রবিবার সকাল সকাল বিমানবন্দরে দেখা গেল তাঁদের। কিন্তু বিয়েতে কি পরছেন অভিনেত্রী? সে প্রশ্ন অনুরাগীদের।

nusrat jahan yash dasgupta

ইতিমধ্যে বলি কানেকশন তৈরি করে ফেলেছেন অভিনেতা যশ দাশগুপ্ত। তাঁর প্রথম হিন্দি ছবি ‘ইয়ারিয়াঁ ২’ মুক্তি পেয়েছিল গত বছর। যদিও সেই ছবি বক্স অফিসে সেভাবে সাফল্য পায়নি, তবে দিব্যা খোসলা কুমারের বিপরীতে যশকে খারাপ লাগেনি দর্শকদের।

অনন্ত-রাধিকার বিয়েতে চাঁদের হাট। সেখানেই নিমন্ত্রিত টলিউড অভিনেত্রী নুসরাত জাহান। বিয়ের অনুষ্ঠানে নুসরাতের পোশাক পাখির চোখ ভক্তদের। কী পরবেন অভিনেত্রী? নজর ভক্তদের।

আরও পড়ুনঃ আগামীকাল ফিরবে সূর্যর স্মৃতি! রুদ্ধশ্বাস পর্ব আসছে অনুরাগে! মিস করবেন না এপিসোড

এয়ারপোর্টে নুসরাতকে দেখা গেল কালো ব্রালেট সঙ্গে নীল জিন্সে। যশের পরণে সাদা শার্টের সঙ্গে ডেনিম। সূত্রের খবর, শহর কলকাতার বিখ্যাত ডিজাইনার অভিষেকও সঙ্গ দিয়েছেন টলিউড দম্পতির। খুব সম্ভবত বিয়েতে ‘ইন্ডিয়ান চিক’ থিমে সাজবেন তাঁরা। জুটির পোশাক থেকে গয়না, ডিজাইন করেছেন অভিষেক।

You cannot copy content of this page