মাতৃহারা মিঠাইকে আগলে রাখছে উচ্ছেবাবু! এমন স্বামীই তো চাই, বলছে নেটদুনিয়া

কেয়ারিং স্বামী কে না চায়? বিপদে-আপদে আর কঠিন সময়ে পাশে থাকবে সে, এমন মুহূর্তই কল্পনা করে প্রতিটি মেয়ে। ঠিক যেমনটি করছে ‘মিঠাই’য়ের উচ্ছেবাবু। মায়ের মৃত্যুশোকে যখন সে কাতর, ঠিক সেই সময়ই তাকে সামলাতে এগিয়ে এসেছে সিড। মিঠাই ধারাবাহিকের এই পর্বটি মন জিতে নিয়েছে মিঠাই ভক্তদের। আর তার মধ্যে সিডের এই দরদী আচরণ নজর কেড়েছে সবার। এই সময়ে নিজের কেরিয়ারের থেকেও তার কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে নিজের স্ত্রীকে মানসিকভাবে সামলানো।

ঘাটে যখন মিঠাই তার মায়ের অস্থি বিসর্জন করে সেই সময়েই আবির্ভাব হয় সিড ওরফে আদৃতের। পাশে দাঁড়ায় সে নিজের স্ত্রীর। স্ত্রীকে বুকে টেনে শান্ত করার চেষ্টা করে। এদিকে মিঠাই এতটাই শোকস্তব্ধ যে শাড়িটুকুও সে নিজে পরতে পারছে না। সিড এতেও তাকে সাহায্য করছে।

সিডের এই গুণাবলীর গুণগান গেয়েছে এক যুবতী তার সোশ্যাল মিডিয়া পোস্টে। সিডের মত এমন স্বামী কি সত্যি পাওয়া যায়? প্রশ্ন তার। মেয়েটি সিরিয়ালটির নিয়মিত দর্শক এবং এই এপিসোডটিই সিরিয়ালটিকে তার মনের আরো কাছে টেনে আনলো, এমনটাই লিখেছে সে। এমন স্বামী যারা পায়, তার মতে তারা সত্যিই ভাগ্যবতী।

Sid Mithai Post

এদিকে জনপ্রিয়তার তুঙ্গে রয়েছে ‘মিঠাই’ ধারাবাহিকটি। সম্প্রতি এক বছর পূর্ণ হল এই বাংলা ধারাবাহিকের।

Back to top button