‘সারাদিন নাচ-গান করে ফাজলামি’! মিঠাইয়ের সরস্বতী পুজোর প্রোমো সামনে আসতেই হতাশ দর্শকরা

বাংলা থেকে সরস্বতী পুজো বিদায় নিলেও জি বাংলার বিখ্যাত মোদক পরিবারে সরস্বতী পুজোর আমেজ এখনো কাটেনি। মিঠাই ধারাবাহিকে এখন সরস্বতী পুজোর আয়োজন চলছে। খুব দ্রুত সম্প্রচারিত হবে পুজো স্পেশাল এপিসোড। তার এক ঝলক এলো সামনে। আর তা সামনে আসতেই ট্রোল করল ক্ষুব্ধ নেটিজেনরা।

এই পর্বের বিশেষ আকর্ষণ হলো মিঠাইয়ের হাতে খড়ি। আর পুজো উপলক্ষে পরিবারের তরফে আয়োজন করা হয়েছে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের। তাতে নিজের নৃত্য প্রতিভার স্বাক্ষর রাখবে মিঠাই। তারই এক ঝলক দেখানো হয়েছে এই প্রোমোতে। সেখানে দেখা গেছে মিঠাই বাড়ির অন্যান্য সদস্যদের সঙ্গে মাতৃবন্দনায় মেতে উঠেছে তার নৃত্য পরিবেশনের মাধ্যমে। মধুর ধ্বনি বাজে এই গানে নাচ করছে সে। আর এতেই বাধলো গন্ডগোল। মিঠাইয়ের হাতেখড়ির কোনও ঝলক দেখানো হয়নি তাতে। আর না সেই সম্পর্কে কিছু কথোপকথন রয়েছে। বরং সারা প্রোমো জুড়ে শুধুই নাচ। এতেই অসন্তুষ্ট নেটিজেনরা।

বিভিন্ন নেতিবাচক কমেন্টে ভরে গেছে কমেন্ট বক্স। একজন লিখেছে মিঠাই খালি লাফায়। আর একজন লিখেছে সুপার ওম্যান সব পারে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ। এমন লিখে পাশে দুঃখিত হবার স্মাইলি রয়েছে। আরেকজন আবার লিখেছে বাংলা সিরিয়াল দেখলে মাথা খারাপ হয়ে যায় তাই তাই সে দেখে না। তবে বেশ কিছু নেটিজেন সৌমীতৃষা অর্থাৎ মিঠাইয়ের নৃত্য প্রতিভার কদর করেছে। কার সঙ্গে একটি সুন্দর রাবীন্দ্রিক আমেজ তৈরি করায় খুশি তারা।

Back to top button