মান্না দে, হৈমন্তী শুক্লার সঙ্গে গান গাওয়া শিল্পী এখন চা বিক্রেতা! এই জনপ্রিয় গায়িকার করুণ পরিণতি জানলে চোখে জল আসবে

বাংলা গানের স্বর্ণযুগ। শিল্পী মান্না দে, হৈমন্তী শুক্লা,আরতি মুখোপাধ্যায়ের অমর সৃষ্টিকে এখনও মনে বেঁধে রেখেছেন আপামর ভারতবাসী। ঠিক সেই সময়েই কিংবদন্তি শিল্পীদের সঙ্গে এক স্টেজে গান গেয়েছেন বর্ধমানের পূজা ভৌমিক। বর্তমানে তাঁর ঠাঁই হয়েছে লোকচক্ষুর আড়ালে। সংসার চালাতে চা বিক্রি করেন তিনি। ছেড়েছেন গান। স্বর্ণযুগের স্মৃতি আঁকড়ে এখন দিন কাটাচ্ছেন সঙ্গীতশিল্পী পূজা ভৌমিক (Puja Bhoumick)

বর্ধমান জেলার শ্যামলাল এলাকার বাসিন্দা পূজা ভৌমিক। একসময় তাঁর সুরের জাদুতে মুগ্ধ হয়ছেন শ্রোতারা। রাজ্য জুড়ে দাপিয়ে অনুষ্ঠান করেছেন তিনি। পৌছে গিয়েছেন শ্রোতাদের কাছে। তাঁর সঙ্গীতের বাহবা পেয়েছেন বহু। প্রশংসা শুনেছেন শিল্পীদের থেকেও। কিন্তু কথায় বলে ভাগ্যের ফের। একটি অ্যাক্সিডেন্ট বদলে দিয়েছে তাঁর জীবন। গান ছেড়ে এখন চা বিক্রেতা বর্ধমানের পঞ্চাশোর্ধ পূজা।

Singer Puja Bhowmick

সঙ্গীতে তাঁর দখল ছিল বরাবর। স্বামী বিজন ভৌমিকের হাত ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠানে যেতেন। বর্ধমানের কাঞ্চন উৎসবে শেষ অনুষ্ঠান করেছেন ২০১১ সালে। তারপরই জীবন ঝড়ে বদলে গিয়েছে তাঁর চলার পথ। আকস্মিক এক দুর্ঘটনায় পা ভেঙে যায় পূজাদেবীর স্বামীর। স্ত্রীকে নিয়ে অনুষ্ঠানে উপস্থিত হওয়া অসম্ভব হয় তাঁর জন্য। যার দরুণ বন্ধ হয় পূজা দেবীর সঙ্গীত চর্চা। এদিকে সংসার চালাতে হবে। পেটের দায়ে স্বামীর সঙ্গে চা বিক্রি শুরু করেন পূজা দেবী।

অভাবের সংসারে হাল ধরতে হরেক রকম চায়ের স্বাদে স্বপ্ন খুঁজে চলেছেন পুজা। সংসার টানতে ব্যবসা শুরু করলেও তাঁর চোখের সামনে এখনও ভেসে ওঠে স্বর্ণযুগের স্মৃতি। তাঁর কথায় ফুটে ওঠে স্পষ্ট আক্ষেপ। পূজাদেবী বলেন, “এখন যে ধরণের অনুষ্ঠান হচ্ছে সেগুলি আমাদের সময়কার অনুষ্ঠানগুলির মতো না। এখনকার অনুষ্ঠানের ধারা আলাদা। এগুলি ঠিক আমাদের উপযুক্ত না।”

আরও পড়ুনঃ ইচ্ছে পুতুলে চমকে দেওয়া পর্ব! প্ল্যান করে মেঘ ও নীলের বিয়ের আয়জন ঠাম্মির! ফের মিলন হবে মেঘ-নীলের

অতীতের ঝাপসা স্মৃতি এখনও উজ্জ্বল পূজাদেবীর দুই চোখ জুড়ে। মান্না দে, হৈমন্তি শুক্লা, লোপামুদ্রা মিত্র, আরতি মুখোপাধ্যায়ের সঙ্গে গানের দিনগুলি মনে রেখেছেন তিনি। তবে স্বপ্ন দেখা ছাড়েননি। সংসারের দুর্দিনে পাশে এসে দাঁড়িয়েছেন ঠিকই, তবে খারাপ সময় কেটে গেলে ফের অনুষ্ঠান করার ইচ্ছে রয়েছে তাঁর। এহেন সঙ্গীত শিল্পীর করুণ পরিণতি দেখে চোখে জল আসে আজকের সঙ্গীত প্রেমীদের।

Back to top button