বছর ৩৮ এর এক ছেলের মা থেকে ২৫ এর ঝকঝকে যুবতী! নিজেকে আমূল পাল্টে নেটিজেনদের তাক লাগালেন লাস্যময়ী কোয়েল মল্লিক

দীর্ঘ একটা সময় সিনেমা জগৎ থেকে বিদায় নিয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। মা হওয়ার অধ্যায় উপভোগ করছিলেন তিনি। এরপর আবার চাবুক ফিগার নিয়ে কামব্যাক তাঁর। সেই রুপের ঝলকে তাক লেগে গেল নেট দুনিয়ার। রীতিমতো ঘুম উড়ে গেছে তাদের। নিজের স্টাইল স্টেটমেন্ট নিয়ে এবারও নেটিজেনদের হতাশ করলেন না কোয়েল।

সোশ্যাল মিডিয়াতে নিজের একটি ভিডিও আপলোড করেছেন এই নায়িকা। রুপোলি রঙের গ্লিটারস শর্ট ড্রেসে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন কোয়েল। মা হওয়ার পর যেভাবে নিজের গ্ল্যামার এবং স্বাস্থ্য ধরে রেখেছেন তিনি তা সত্যিই অবাক করার মতো এবং শিক্ষনীয়। স্বাভাবিকভাবেই সেই ভিডিও তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর ভাইরাল হওয়ার অন্যতম কারণ হলো সাধারণত ছোট পোশাকে কোয়েলকে দেখা যায় না। এবার নিজের ভোল পাল্টে ফেলেছেন। চেনা ছকের বাইরে ধরা দিয়েছেন চেনা অভিনেত্রী।

মাত্র দুই বছর আগেই পুত্রসন্তানের মা হয়েছেন কোয়েল। তারপর সন্তানের খেয়াল রাখতে নিজেকে নিয়োজিত করেছিলেন তিনি। ফলে দূরত্ব তৈরি হয়েছিল সোশ্যাল মিডিয়া এবং সিনে জগতের সঙ্গে। সন্তান একটু বড় হতেই আবার কাজে ফিরলেন নায়িকা। তার আগেই নিজেকে বেশ ঘষে-মেজে তৈরি করে নিলেন তিনি। সন্তানসম্ভবা হওয়ার পর সাধারণত মহিলাদের শরীরে মেদ জমতে দেখা যায়। কিন্তু কোয়েলের শরীরে কোনরকম মেদ নেই এখন। বলাই বাহুল্য তাঁর এই ফিটনেস মন্ত্র বেশ মনে ধরেছে নেট দুনিয়ার।

Back to top button