Tollywood

Zee vs Jalsha: জলসার পিহুর ব্লাউজ কেড়ে নিল জি-এর মিঠাই রানী আর মিতুল পাল! গল্প চুরির সাথে এরা পোশাকও চুরি করে? ট্রোল নেটদুনিয়ায়

সন্ধ্যা মানেই যেন জি বাংলা, ঘরের মা বোনেরা সন্ধ্যা নামার সাথে সাথে টিভি খুলে জি বাংলা দেখতে বসে যায়। মিতুল, মিঠাই রানী, গৌরী সবাই মিলেমিশে জমজমাট করে দেয় সন্ধ্যের আসর। অভিনয় দক্ষতার দ্বারা ধারাবাহিকে প্রতিটা চরিত্র যেন হয়ে ওঠে জীবন্ত। আর এরফলেই সেই অভিনেতা-অভিনেত্রীরাও হয়ে ওঠে নিজের ঘরের সদস্য। এবার সেই ঘরের সদস্যদের নিয়েই জি বাংলাতে আসছে জি বাংলা ‘সোনার সংসার অ্যাওয়ার্ড’।

ইতিমধ্যে অ্যাওয়ার্ড-এর প্রোমো শ্যুট। তা প্রকাশও পেয়ে গিয়েছে। আর সেখানেই দেখা গেল ২০২২ জলসার অ্যাওয়ার্ডে পিহুর ব্লাউজ এর সঙ্গে এবার ২০২৩ এর জি বাংলার সোনার সংসার অ্যাওয়ার্ডে মিঠাই, মিতুলের ব্লাউজের মিল। তবে কি সেই ব্লাউজ নকল করল নাকি মিঠাই, মিতুল। যেরূপ আমরা একে পরের দেখে ভালো লাগলেই তা কিনি, ঠিক সেরম তারকারাও একই কাজ করে?

সেই নকল কিন্তু চোখের আড়াল হয়নি দর্শকদের। আর সেই সুযোগেই ট্রলারদের উৎপাত শুরু হয়ে গেছে। এক নেটিজেন সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন, “২০২২ জলসার অ্যাওয়ার্ডে পিহুর ব্লাউজ এবার ২০২৩ এর জি বাংলার সোনার সংসার অ্যাওয়ার্ডে মিঠাই, মিতুলের,,,#justforfun ”


উল্লেখ্য, ২০২২এর সোনার সংসার অ্যাওয়ার্ডে মঞ্চে দেখা যায় সরকার পরিবারের ঊর্মি থেকে সাত্যকি, গৌরি, ঈশান, মিতুল, মিঠাই, সিড , পিলু, মল্লার রয়েছে হাসি মুখে। এবারেও জমজমাটি ঝলক নিয়ে এসেছে ২০২৩-এর জি বাংলার অ্যাওয়ার্ডের প্রথম ঝলক। চাঁদের হাট বা তারকাদের মেলার আমেজ নিয়ে এসেছে জি বাংলা পরিবারের সবচেয়ে বড় উৎসব।

রয়েছে লিলি চক্রবর্তীর নিম ফুলের মধু ধারাবাহিকের তারকা সহ সোহাগ জলের শ্বেতা, জগদ্ধাত্রীর স্বয়ম্ভূ ছাড়াও আরও অনেকে। এবার গেল ছোট পর্দার কথা এছাড়াও এর পাশাপাশি থাকছে বড়পর্দার তারকারাও। এছাড়াও নন রিয়েলিটি শো-এর সঞ্চালকদেরও দেখা গেল একেবারে মেলার মুডে। ঘরে ঘরে জি বাংলার থেকে ছিলেন অপরাজিতা আঢ্য। ডান্স বাংলা ডান্সের বিচারক শুভশ্রী ও সঞ্চালক অঙ্কুশও ছিলেন সেই ভিডিওতে।

Related Articles

Back to top button