Master Tapu: শত্রু সিনেমার সেই ছোট্ট শিশু শিল্পীকে মনে আছে? ছোটবেলায় প্রচুর সিনেমা করলেও টলিউডে পেলো না যোগ্য স্থান! এখন কোথায় মাস্টার তাপু?

টলিউডের প্রত্যেক বছর শিশুশিল্পীর তালিকায় যোগ হয় নতুন নতুন নাম। তবে তার মধ্যে হাতে গোনা কিছু নাম দর্শকের মনে গেঁথে রয়েছে। এই যেমন ধরুন মাস্টার তাপু। তাপুকে মনে আছে তো? আটের দশকের একাধিক বাংলা ছবির শিশু শিল্পী এবং অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র ছিল সে।

Koel Mallick - Innocent curiosity- Emotional Scene | Shatru (শত্রু) | Ranjit Mallick | Shakuntala Barua | Facebook | By Koel Mallick | ছোট্টুর নিস্পাপ কৌতুহল! Innocent curiosity- Emotional Scene | Shatru (শত্রু ...
কিন্তু আজ এই ছেলেটি কোথায়? এই খবর কিন্তু আমাদের অনেকের কাছেই অজানা রয়ে গেছে। ছোটবেলায় প্রচুর জনপ্রিয় সিনেমায় অভিনয় করলেও বড় হবার পর বিনোদন জগতকে বিদায় জানিয়েছে এই শিশু শিল্পী।

অঞ্জন চৌধুরী পরিচালিত শত্রু ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৮৪ সালে। এই ছবিতেই প্রথমবার অভিনয় করে দর্শকদের মনে স্থান করে নিয়েছিল এই ছোট্ট ছেলেটি। সকলের বড় আদরের ছিল এই ছোট্ট মিষ্টি ছেলেটা। নাম ছিল মাস্টার তাপু। এক কথায় বলা যায় এই ছবিটিতে এই বাচ্চা ছেলেটির অভিনয় বাংলা সিনেমার দর্শকরা আজও মনে রেখেছে।

নিষ্পাপ চাউনি, শিশুসুলভ অভিনয় বাংলা দর্শককে মুগ্ধ করেছিল সেদিন। এই ছবিতে অভিনয় করেছিলেন রঞ্জিত মল্লিক, অনুপ কুমার, চিরঞ্জিতের মতো একগুচ্ছ নামকরা তারকা। তাদের সকলের মাঝে সমানভাবে জ্বলজ্বল করেছিল এই বাচ্চা ছেলেটি। ছবিতে নাম ছোটু। রাতারাত এই একটা সিনেমার জন্য তুমুল জনপ্রিয় হয়ে গেল মাস্টার তাপু।

Children's innocence! - Emotional - Shatru (শত্রু) | Ranjit Mallick Shakuntala Barua Master Tapu | Anjan Choudhury | Surinder Films | Children's innocence! - Emotional - Shatru (শত্রু) | #RanjitMallick #ShakuntalaBarua | #
এরপর শিশু শিল্পী হিসেবে তাকে আরও বেশ কিছু ছবিতে দেখা গেছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল একান্ত আপন, প্রতিকার এবং আশা ভালবাসা। তবে বাঙালি দর্শকদের কাছে তার পরিচয় আজও শত্রু সিনেমা সেই ছোটু হিসেবে থেকে গেছে। সেই কারণেই হয়তো বড় হয়েও ইমেজ ভাঙতে না পেরে জায়গা পেল না। অথচ ছোটবেলা থেকেই তার মধ্যে অভিনয়ের প্রতি ভালোবাসা ছিল। এমনকি বড় হয়ে যাদবপুর ইউনিভার্সিটি থেকে ফিল্ম স্টাডিস নিয়ে পড়াশোনা শেষ করেছে সে।

When you know the truth! - Drama - Shatru (শত্রু) | Ranjit Mallick Shakuntala Barua | Anjan Choudhury | Surinder Films | When you know the truth! - Drama - Shatru (শত্রু) | #
তবে বড় হবার পর আর ফিরে আসেনি টলিউডে। বর্তমানে সেই ছোট্ট ছেলেটি এখন কত বড় হয়ে গেছে বা কি করছে তা সত্যি আমাদের কাছে অজানা। আজও মাস্টার তাপু নামটা শুনলে আমাদের মনের মধ্যে জ্বলজ্বল করে ওঠে সেই ছোট্ট মিষ্টি ফুটফুটে ছেলেটি।

Back to top button