Connect with us

Tollywood

গুরুতর অসুস্থ আবির, হাসপাতালে ভর্তি করতে হলো অভিনেতাকে! হয়েছে বোন টিউমার

Published

on

এই মুহূর্তে বাংলা ধারাবাহিকের অন্যতম জনপ্রিয় মুখ গৌরব রায় চৌধুরি। জনপ্রিয় ধারাবাহিক ‘ওগো নিরুপমা’র আবিরের চরিত্রে অভিনয় করছেন গৌরব। তার অভিনয় দর্শকদের মধ্যে বেশ জায়গা করে নিয়েছে।কিন্তু নিরুপমার পতি অর্থাৎ আবিরের হঠাৎ হলো কী?

মারাত্মক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি করতে হলো অভিনেতাকে! স্বাভাবিক ভাবেই অনুরাগীদের মধ্যে চিন্তার ছাপ সুস্পষ্ট।
কিন্তু হলো কী?

ঘটনার সূচনা অভিনেতার কপালের একটি ফোঁড়া থেকে। শেষ কিছুদিন ধরেই এই নিয়ে সমস্যায় ভুগছিলেন তিনি। মঙ্গলবার যথারীতি প্রত্যেকেই শুটিং সেটে আসেন। শুটিং চলাকালীন হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন গৌরব। কপালের ফোঁড়া থেকে অসহ্য যন্ত্রণা শুরু হয়। ফলে শুটিং বন্ধ করে বাড়ি চলে যান তিনি।

কিন্তু সেই ফোঁড়ার ব্যাথা বাড়তে থাকে, তার প্রভাবে মুখ, চোখ কপাল ফুলে যায় অভিনেতার। বাধ্য হয়ে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।সম্ভবত ফোঁড়াটি অস্ত্রোপচার করতে হবে।

সময়টা একেবারেই ভালো যাচ্ছে না অভিনেতার। কিছুদিন আগেই কনুইয়ে একটি বোন টিউমারও ধরা পড়েছে।ফলে মাঝে মাঝেই হাতের যন্ত্রণা ভুগছেন তিনি। ডাক্তারের পরামর্শে ওই টিউমার বাদ দিতে হবে এরপরে ফের নতুন সমস্যা কপালের ফোঁড়া।

Trending