জীবনের শেষ ছবির জন্য সেরা অভিনেতার আন্তর্জাতিক পুরস্কার পেলেন অভিষেক চ্যাটার্জী! ‘অভি যেন আমাকে বলল রানাদাকে ফোন করতে’, বলছেন সংযুক্তা

কয়েক সপ্তাহ আগেই এক বৃহস্পতিবারের ভোরবেলা আমরা হারিয়েছি বলিউডের জনপ্রিয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়কে। মাত্র 58 বছর বয়সে আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান অভিষেক চ্যাটার্জী। তার মৃত্যুর পরে বহু বিতর্ক চলতে শুরু করে যা এখনও বিদ্যমান।

এর মাঝেই জানা গেল একটা বিশেষ সুখবর। রানা ব্যানার্জি পরিচালিত পঞ্চভুজ সিনেমায় জীবনের শেষ অভিনয় করেছিলেন অভিষেক চ্যাটার্জী। পোর্টব্লেয়ার ফিল্ম ফেস্টিভ্যালে এই ছবির জন্য তিনি এবার সেরা অভিনেতার পুরস্কার পেলেন কিন্তু দুঃখের বিষয় তিনি সেটা দেখে যেতে পারলেন না।

গতকাল সংযুক্তা অভিষেকের প্রোফাইল থেকে একটি পোষ্ট দিয়ে এবং অ্যাওয়ার্ডের ছবি দিয়ে সকলকে এই বিষয়ে জানান। তিনি বলেন যে তিনি অভিষেকের ফোন নিয়ে ঘাঁটছিলেন এবং হঠাৎ করেই তিনি কী মনে হল রানা ব্যানার্জিকে ফোন করে বসেন। তখন রানা ব্যানার্জি তাকেই সুখবর জানান এবং অ্যাওয়ার্ডটি সংগ্রহ করতে বলেন। তাই তার মনে হয় যে অভিষেক সর্বদাই তার সঙ্গে রয়েছে।

তার এই অ্যাওয়ার্ড এর ছবি দেখে আবেগে ভাসছেন তার অনুরাগীরা। সকলেই তাকে শুভেচ্ছা জানাচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। তারা মনে করছেন যে এই সম্মান তার প্রাপ্য ছিল।

Back to top button