Connect with us

Entertainment

Silajit: সোনামণিকে নিয়ে ভুল তথ্য প্রকাশ নামী সংবাদপত্রের! রেগে আগুন শিলাজিত, সোশ্যাল মিডিয়ায় করলেন ক্ষোভ প্রকাশ

Published

on

সোশ্যাল মিডিয়ায় আজকাল যে কোন বিষয় সহজে ভাইরাল হয়ে যায় এবং মুহূর্তের মধ্যে বহু মানুষ তা দেখে নেয়। এই মুহূর্তে আবার ভাইরাল হয়ে গিয়েছে বীরভূমের গড়গড়িয়া গ্রামের বাসিন্দা সোনামনি রুজ। তার স্বপ্ন টলিউডের নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সামনে যাওয়া। গায়ক শিলাজিতের খুব কাছের মানুষ সোনামনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সোনামনিকে নিয়ে একটি ভুল বার্তা ছড়িয়ে পড়েছে যার নিন্দা করলেন শিলাজিৎ।

শিলাজিৎ এর আগে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছিলেন যেখানে তার পাশে ছিল সোনামনি। শিলাজিৎ নিজে বলেন যে সোনামনি বুম্বাদাকে একবার দেখতে চায়। পরে সেই ইচ্ছের কথার নিজেই বলে সোনামনি। সেই বার্তা অভিনেতা প্রসেনজিতের কাছে পৌঁছাতেই তিনি একটি ভিডিও বার্তা দিয়েছেন তাঁর ফেসবুক পেজে। সেখানে তিনি সোনামনির তরফ থেকে এই ভালোবাসা পেয়ে আপ্লুত, এমনটাই প্রকাশ করেছেন। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি অবশ্যই সোনামনির সঙ্গে দেখা করবেন, এমনটাও বলেছেন। আর ভিডিও কলেও কথা বলার আশ্বাস দিয়েছেন। প্রসেনজিতের এই উত্তরটি যথেষ্ট ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

তবে একটি খবরের কাগজে (বর্তমান) ভুল তথ্য ছাপা হয়েছে যার প্রতিবাদ করলেন শিলাজিৎ। গায়ক ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে বলেন যে সোনামনির যে ছবি ছাপানো হয়েছে তা একেবারেই ভুল। কারণ যে সোনামনির সঙ্গে তিনি সকলের পরিচয় করিয়েছেন তার বয়স ৩০ বছর। আর সংবাদপত্রের সোনামনির ছবিটি একটি ছোট্ট মেয়ের ছবি। আবার তিনি বলেন যে যে ঠিকানা সেখানে দেওয়া হয়েছে তা ভুল কারণ গড়গড়িয়া গ্রামটি সিউড়ি থানা নয়, পাড়ুই থানার অন্তর্ভুক্ত। শিলাজিৎ এও বলেন যে যারা এই তথ্যটি পড়ছেন তাঁরাও ভুল তথ্য পাচ্ছেন। তাই তিনি তাদের সতর্ক হতে বলেন।

Click to comment

Leave a Reply

Your email address will not be published.

Trending