Entertainment

‘ড্রাইভারি আমি শখে করি, দেওয়ালেও আমি ধাক্কা মারি’, গাড়ি দুর্ঘটনা নিয়ে নতুন গান বাঁধলেন ভুবন বাদ্যকর! মুহূর্তেই হলো ভাইরাল

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এমন কিছু ভিডিও দেখা যায় যা দেখলেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। ভাইরাল এর চক্করে পড়ে আজ বীরভূমের দুবরাজপুর এ ভুবন বাদ্যকর ভুবনবিখ্যাত হয়ে গেছেন। তার কাঁচা বাদাম গানটি শুনে ফেলেছেন ভারতের অধিকাংশ মানুষ।এই গানে নাচ থেকে শুরু করে গানের রিমিক্স ভার্সন পর্যন্ত বেরিয়ে গেছে।

কিছুদিন আগে জানা গেছে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে তা দিয়ে গাড়ি শিখতে গিয়ে দেওয়ালে ধাক্কা মেরে অ্যাক্সিডেন্ট করেছেন ভুবন বাদ্যকর। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তবে তার পরে তিনি ছাড়া পেয়েছেন। আর তারপরেই ভুবন ফিরে গেছেন স্বমহিমায়।

এবার নিজের গাড়ি অ্যাকসিডেন্ট নিয়ে গান বেঁধে ফেলেছেন ভুবন বাদ্যকর। গানের লাইনটা খানিকটা এরকম,’আমার নতুন গাড়ি, ড্রাইভারি আমি শখে করি, দেওয়ালেও আমি দাদা ধাক্কা মারি, বাঁচিয়েছেন আমার গৌরহরি।’ গানের সুর অবিকল কাঁচা বাদামের মত। হলুদ পাঞ্জাবী পরে এই গানে নাচতে নাচতে ভিডিও করেছেন ভুবন বাদ্যকর।

আর মুহূর্তের মধ্যেই এই ভিডিও ভাইরাল হয়ে গেছে। সকলেই বলছেন এসে গেছেন হিরো আলমের পরবর্তী ভার্সন। আবার কিছু জন্য বলছেন যে রানু মন্ডল পার্ট ২।সকলেই ভুবন বাদ্যকর কে নিয়ে হাসাহাসি করছেন এবং বলছেন যে এবার অনেকটাই বাড়াবাড়ি হয়ে যাচ্ছে।

Related Articles

Back to top button