Jalsha Slot: রামপ্রসাদ শুরু হতেই ফের পাল্টে গেলো স্টার জলসার ধারাবাহিকের স্লট? রয়েছে বড় চমক, না পড়লে মিস

নতুন ধারাবাহিকের আগমনে স্টার জলসায় ফের ধারাবাহিকের স্লটে বড় পরিবর্বর্তন। আসছে নতুন ধারাবাহিক, বদলাচ্ছে পুরোনো ধারাবাহিকের সময়। টিআরপি অনুযায়ী সাজানো হচ্ছে সময়সূচি। বাদ পড়ছে কিছু পুরোনো ধারাবাহিকও। ইতির খাতায় নাম লেখাতে চলেছে বেশকিছু পুরোনো ধারাবাহিক। স্লটের অভাবে এতদিন শুরু হতে পারছিল না ‘রামপ্রসাদ’।

৫:৩০ টায় গুড্ডি (আপাতত চলবে)
৬:০০ টায় রামপ্রসাদ
৬:৩০ টায় কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ
৭:০০ টায় পরী
৭:৩০ টায় নতুন সিনেমা
৮:০০ টায় লীনা গাঙ্গুলির নতুন সিরিয়াল
৮:৩০ টায় পঞ্চমী
৯:০০ টায় একক দোক্কা
৯:৩০ টায় অনুরাগের ছোঁয়া
১০:০০ টায় হরগৌরী
১০:৩০ টায় বাংলা মিডিয়াম / মেয়েবেলা
১১:০০ টায় গোধুলি আলাপ

সময়সূচি শুনে ভাবছেন আপনার নিজস্ব কাজের টাইম টেবিল? মিস হয়ে যাবে না তো প্রিয় ধারাবাহিক? না এখনই এতো চিন্তায় পড়ার কিছু নেই। ষ্টার জলসা তার সময় এখনও বদলায়নি। এই সূচি এক নেটিজনের নিজের মনগড়া। তিনি এই সূচি সংক্রান্ত পোস্টটি সোশ্যাল মিডিয়ায় করেছেন। তার এই পোস্টে বেশ কিছুজন সাপোর্টও করেছেন।

টিআরপির অভাবে একের পর এক ধারাবাহিক ইতি টানছে। আগের মতো এখনকার ধারাবাহিক বেশি বছর ধরে চলে না। জনপ্রিয়তার নিরিখে কিছু ধারাবাহিক বেশিদিন টিকে গেলেও বেশিরভাগ সিরিয়াল অল্প দিনেই নাম লেখাচ্ছে বাতিলের খাতায়। পুরোনো ধারাবাহিকের জায়গায় জায়গা করে নিচ্ছে নতুন ধারাবাহিক। এবার এটাই দেখার কোন ধারাবাহিক বন্ধ হতে চলেছে!

Related Articles

Back to top button