Bangla Serial

রাহুল-রুকমা জুটিই লালকুঠির নায়ক-নায়িকা,শাশুড়ির ভূমিকায় টলিউডের নামকরা অভিনেত্রী! নতুন প্রোমো ভাইরাল

সিরিয়াল বললো বিনোদন জগতের সব থেকে বড় হাতিয়ার বর্তমান দিনে। সিনেমা তো আমরা হলে দেখে থাকি তবে এখন গরম কাল অনেকেই বাড়ি থেকে বের হতে চাইছেন না আর সামনে খুব একটা ভালো বাংলা ছবিও রিলিজ হচ্ছে না।ভাই সন্ধ্যা বেলা চা মুড়ি বাটি নিয়ে সকলেই টিভির সামনে বসে পড়েন বিভিন্ন সিরিয়াল দেখতে।

ইতিমধ্যেই বেশ কিছু নতুন সিরিয়াল চলে এসেছে স্টার জলসা এবং জি বাংলায়। স্টার জলসায় এসেছে অনুরাগের ছোঁয়া, গোধূলি আলাপ, গুড্ডি। সামনের মাসের প্রথম সপ্তাহ থেকে আসতে চলেছে বৌমা একঘর। জি বাংলাই বা নতুন সিরিয়াল আনা থেকে বাকি থাকে কেন? জি বাংলা নিয়ে এসেছে পিলু, গৌরী এলো, লক্ষ্মী কাকিমা সুপারস্টার। সাম্প্রতিক সংযোজন হলে উড়ন তুবড়ি। আর সামনের মাস থেকে আসতে চলেছে নতুন সিরিয়াল লালকুঠি।

রাহুল রুকমা জুটিকেই আমরা দেখতে পাব এই সিরিয়ালে। সেই খবর আমরা আপনাদেরকে প্রথম দিয়েছিলাম। আর আজকে কিছুক্ষণ আগে লালকুঠির দ্বিতীয় প্রোমো দেওয়া হল। সেখানেই দেখা গেল রুকমার বিপরীতে রাহুলকে। গল্প কিছুটা জানা গেল নতুন প্রোমোর মাধ্যমে।রুকমার ঠাকুমা শাশুড়ির ভূমিকায় কে অভিনয় করছে সেটা জানতে পারলে তো আপনারা অবাক হয়ে যাবেন।

প্রোমোতে কী দেখানো হলো? বিক্রম অনামিকার বিবাহ বার্ষিকীতে অনামিকাকে সারপ্রাইজ পার্টি দিল বিক্রম। অনামিকা শাশুড়ি তাকে একটি নীলার সেট দেয় এবং বলেন যে খুব সাবধানে এটা রাখতে তার কারণ নীলা সকলের সহ্য হয় না। এরপর বিক্রম অনামিকাকে বলে পুলের সাইডে অপেক্ষা করতে সারপ্রাইজ দেবে বলে।অনামিকা পুলের ধারে অপেক্ষা করতে করতে জল নিয়ে খেলা করতে থাকে। আর জলের ভেতর থেকে কেউ তার হাত টেনে ধরে আর অনামিকা চিৎকার করতে থাকে বাঁচাও বাঁচাও।

এরপর বিক্রম সেখানে এসে গেলে হাতটা অনামিকার হাত ছেড়ে দেয়। তখন অনামিকা বিক্রম কে বলে যে আমাদের ক্ষতি করতে চায় আর বিক্রম বলে কেউ এখানে নেই আর আমি থাকতে তোমার কেউ কোন ক্ষতি করতে পারবেনা। অনামিকার মনে হতে থাকে যে এই বাড়িতে কোনো রহস্য আছে।

রুকমার ঠাকুমা শাশুড়ির ভূমিকায় অভিনয় করছেন টলিউডের বিখ্যাত অভিনেত্রী অনামিকা সাহা।কড়ি খেলায় যিনি পারমিতার শাশুড়ি সেজেছিলেন তিনিই এখানে রুকমার শাশুড়ির ভূমিকায় রয়েছেন। এখনই সিরিয়ালটি কেমন হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button