TRP LIST: পরপর তিনবার, হিন্দু ধর্মকে ‘অপমান’ করে আবার টপার হল গৌরী এলো, তবে দীর্ঘদিন পর চমকে দিল অনুরাগের ছোঁয়া!বড়সড় রদবদল টিআরপি তালিকায়

প্রত্যেক বৃহস্পতিবার বেলা সাড়ে বারোটা বাজলে ই সমস্ত ধারাবাহিকের ভক্তদের মনে তুমুল উত্তেজনা তৈরি হয় কারণ তখন প্রকাশিত হয় চলতি সপ্তাহের টিআরপি লিস্ট। যার উপর একটা ধারাবাহিকের শুরু আর শেষের অনেক কিছু নির্ভর করে। টিআরপিতে কম হয়েছে বলেই কিন্তু অনেক ধারাবাহিককে বিদায় নিতে হয়েছে মাঝপথে যার সবথেকে বড় উদাহরণ বৌমা এক ঘর।তিন মাস সময় দেওয়া হয়েছিল কিন্তু টিআরপিতে কিছু ভালো ফল করতে না পারায় তড়িঘড়ি শেষ করা হয়েছে।

আবার আরেক দিকে টিআরপি কম হলেই মিঠাইকে বিদায় নিতে হচ্ছে তার রাত আটটার স্লট থেকে। একটু আগেই চলতি সপ্তাহের টিআরপি প্রকাশিত হয়েছে এবং মোটামুটি যা ফলাফল হয়েছে সেটা প্রত্যাশিত ছিল তবে অনুরাগের ছোঁয়া অনেকদিন পর আবার ভালো ফলাফল করলো। সূর্যর ক্ষ্যাপামো অনুরাগের ছোঁয়া ধারাবাহিককে প্রথম পাঁচে নিয়ে এলো।অন্যদিকে বারংবার অভিযোগ উঠেছে যে হিন্দু ধর্মকে নিয়ে ছেলেখেলা করা হয় গৌরী এলোতে অথচ এই ধারাবাহিক পরপর তিন সপ্তাহ টপার হয়ে গেল।আসলে গৌরী এলো দেখে লোকে এখন খুব মজা পান তাই অনেকেই টিভিতে দেখেন এই ধারাবাহিক আর টিআরপি চড়চড় করে বাড়ে, যেটা আখেরে সিরিয়ালের লাভ। তবে ধর্মীয় আধারে তৈরি সিরিয়াল এর আগেও বারবার টপার হয়েছে যেমন ত্রিনয়নী।তার ডিরেক্টর ছিলেন স্বর্ণেন্দু সমাদ্দার এবং এখন গৌরী এলোর ডিরেক্টরও তিনি।

বাকি কে কী রকম করেছে সেটা নিজের চোখেই দেখুন।

5:00 PM : বিক্রম বেতাল (১.১)
5:30 PM : গুড্ডি (৩.৭) | দিদি No.1 S9 (৩.১)
6:00 PM : নবাব নন্দিনী (৫.৮) | পিলু (৪.৮)
6:30 PM : সাহেবের চিঠি (৬.১) | খেলনা বাড়ি (৬.২)
7:00 PM : গাঁটছড়া (৭.৩) | জগদ্ধাত্রী (৭.২)
7:30 PM : আলতা ফড়িং (৬.৯) | গৌরী এলো (৭.৮)
8:00 PM : ধুলোকণা (৭.৬) | মিঠাই (৬.৬)
8:30 PM : মাধবীলতা (৬.৭) | লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৬.৩)
9:00 PM : এক্কা দোক্কা (৫.৫) | এই পথ যদি না শেষ হয় (৫.১)
9:30 PM : অনুরাগের ছোঁয়া (৭.০) | লালকুঠি (৪.৫)
10:00 PM : হরগৌরী পাইস হোটেল (৫.৪) | বোধিসত্ত্বর বোধবুদ্ধি (৩.৬)
10:30 PM : গোধূলি আলাপ (২.৭) | উড়ন তুবড়ি (৩.৬)
11:00 PM : রাধাকৃষ্ণ (১.৪) | শিশু ভোলানাথ (২.১)

রান্নাঘর (১.০)
সা রে গা মা পা (৫.১)
দিদি No.1 [সানডে ধামাকা] (৫.৭)
Dance Dance Junior (৪.৭)

Back to top button