একচেটিয়া জি বাংলার দাপটে ক্রমশই পিছু হচ্ছে স্টার জলসা! পর্ণার দাপটে ফের ধরাশায়ী বাকিরা

TRP on 18 April: আজ বৃহস্পতিবার। আর এই দিনটির ওপর বিশেষ নজর থাকে বাংলা ধারাবাহিক প্রেমীদের। কারণ এই বিশেষ দিনেই প্রকাশিত হয় বাংলা ধারাবাহিকগুলির সাপ্তাহিক ফলাফল। তবে মাঝেমধ্যে একটু আধটু পরিবর্তন হয় বৈকি। কখন‌ও শুক্রবার আবার কখন‌ও পরের সপ্তাহের সোমবারেও প্রকাশিত হয়ে থাকে টিআরপি তালিকা (TRP List) । যদিও এই সপ্তাহে বৃহস্পতিবারই প্রকাশ্যে এসেছে সাপ্তাহিক ফলাফল।

প্রত্যেক বছর এই এপ্রিল, মে মাসটা বাংলা ধারাবাহিকগুলির জন্য একটু খারাপ সময় চলে। কারণ আইপিএল। ক্রিকেটের প্রতি প্রেমে এই সময়টায় মশগুল থাকে বাঙালি। আর যার ফলে ধারাবাহিক চলে ভাটা। আর যার ফল স্বরূপ টিআরপি তালিকাতেও তার বেশ প্রভাব পড়ে। বলাই বাহুল্য, বর্তমান সময়ে টিআরপি তালিকায় বেশ ভাটা চলছে, আশানুরূপ ফল করতে পারছে না কোন‌ও ধারাবাহিকই।

তবে এরই মধ্যে টিআরপি তালিকায় বেশ কিছু ধারাবাহিক ধারাবাহিকভাবেই ভালো ফল করে চলেছে। যার মধ্যে অন্যতম হলো নিম ফুলের মধু, ফুলকি, জগদ্ধাত্রী, গীতা এলএলবি! তবে সাফল্যের নিরিখে বারবার জি বাংলার কাছে পরাস্ত হচ্ছে স্টার জলসা। একটা সময় টিআরপি তালিকার শীর্ষস্থানে ছিল জলসার অনুরাগের ছোঁয়া। কিন্তু আজ বহুদিন যাবত সেই ধারাবাহিক নিজের স্থান থেকে বিচ্যুত হয়েছে। দর্শকদের যে সেই ধারাবাহিক আর ভালো লাগছে না তা বেশ ভালোভাবেই বোঝা গেছে।

আর অনুরাগের ছোঁয়া পরবর্তী স্টার জলসার ন্যূনতম মান সম্মান বাঁচিয়ে রেখেছে গীতা এলএলবি। কারণ এই ধারাবাহিকটি ব্যতীত টিআরপির লড়াইয়ে প্রথম পাঁচে আর নেই কোন‌ও জলসার ধারাবাহিক। বিগত তিন সপ্তাহ যাবৎ রীতিমতো কামাল করে দিচ্ছে জি বাংলার ধারাবাহিক নিম ফুলের মধু। দীর্ঘদিন দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান ঘোরাফেরা করলেও পরপর তিন সপ্তাহ ধরে প্রথম স্থানে রয়েছে এই ধারাবাহিকটি। চলতি সপ্তাহে সেরার স্থানে রয়েছে নিম ফুলের মধু। দ্বিতীয় স্থানে ফুলকি, তৃতীয় স্থানে জগদ্ধাত্রী, চতুর্থ স্থানে কোন গোপনে মন ভেসেছে। পঞ্চম স্থানে নেমে গেছে জলসার গীতা এলএলবি। অর্থাৎ এই সপ্তাহে একটি জলসার ধারাবাহিক এবং চারটি জি বাংলা ধারাবাহিক রয়েছে প্রথম পাঁচে। বলাই বাহুল্য, অনুরাগের ছোঁয়া কার্যত একেবারের জন্য‌ই বিদায় নিয়েছে প্রথম পাঁচ থেকে। তবে নতুন শুরু হয়ে অষ্টমী কিন্তু বেশ ভালোই পারফর্ম করেছে। ‌ প্রথম সপ্তাহেই তার টিআরপি ৫.৪।

আরো পড়ুন: দীপা অর্জুনের বিয়ে আটকাতে তৎপর নতুন ভি’লেন জয়! সেনগুপ্ত বাড়ির পারিবারিক কুটকাচালি থামাতে এবার বিরাট জিনিস চেয়ে বসল দীপা!

BT •• নিম ফুলের মধু ৭.৯
2nd •• ফুলকি ৭.৬
3rd •• জগদ্ধাত্রী ৭.৩
4th •• কোন গোপনে ৬.৯
5th •• গীতা LLB ৬.৮

Back to top button