শোকস্তব্ধ টেলিপাড়া, দ্বিতীয় বিবাহবার্ষিকীর আগেই স্বামীকে হারালেন অভিনেত্রী

টেলিভিশন জগতের পরিচিত মুখ অভিনেত্রী পৌষ্মিতা গোস্বামী। এই মুহূর্তে জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠিঝোরা’য় (Mithijhora) দেখা যাচ্ছে পৌষ্মিতাকে। তবে রিল ও রিয়েল এভাবে মিলে যেতে পারে কে জানত? জীবন বড়ই নির্দয় তাঁর উপর। শুক্রবার মন খারাপ করা খবর এল ‘মিঠিঝোরা’র সেটে। কী হয়েছে অভিনেত্রী পৌষ্মিতা গোস্বামীর (Poushmita Ghoshami)?

টেলি ইন্ডাস্ট্রির অতি পরিচিত মুখ অর্ণব রায় (Arnab Roy)। প্রযোজনা সংস্থা অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্টের কার্যনির্বাহী প্রযোজক হিসেবে কাজ করেছেন অর্ণব। সাম্প্রতিক কালে স্টুডিও পাড়ার অন্যতম জনপ্রিয় ইপি ছিলেন তিনি। তাঁর হাত ধরে উঠে এসেছেন অনেক জনপ্রিয় টেলি তারকা। তিনি পৌষ্মিতা গোস্বামীর স্বামী।

দ্বিতীয় বিবাহবার্ষিকীর আগেই স্বামীকে হারিয়েছেন অভিনেত্রী। এহেন অর্ণবের মৃত্যু সংবাদ কিছুতেই মেনে নিতে পারছেন না তাঁর স্টুডিও পাড়ার বন্ধুরা। সূত্রের খবর বলছে, আচমকা হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে অকালে চলে গেলেন তিনি। ২০২১ সালে পৌষ্মিতার সঙ্গে আইনি বিয়ে সেরেছিলেন অর্ণব। পরে ধুমধাম করে সাত পাকও ঘোরেন। ধারাবাহিক ‘সাঁঝের বাতি’র সুবাদেই আলাপ হয় দুজনের। সেখান থেকে বন্ধুত্ব, পরে প্রেম আর বিয়ে। ভালোবেসেই পরস্পরের হাত শক্ত করে ধরেছিলেন তাঁরা। শুরু হয়েছিল সাত জন্মের পথ চলা।

শহর কলকাতার ছেলে অর্ণব। পড়াশোনা করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে। তারপর ইন্ডাস্ট্রিতে হাতেখড়ি। দীর্ঘসময় ধরে কাজ করেছেন এ জগতে । তাঁর ঝুলিতে রয়েছে ‘বকুল কথা’, ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’, ‘তুঁতে’র মতো জনপ্রিয় সব প্রোজেক্ট।

আরও পড়ুন: রান্নাঘরেই এবার মিলবে রসায়নের পাঠ! কেমিস্ট্রি মাসি হয়ে প্রত্যাবর্তন কলকাতার রসগোল্লা দেবশ্রী রায়ের

pousmita and arnab roy

অর্ণবের অকাল মৃত্যুতে শোকস্তব্ধ গোটা টেলি দুনিয়া। ‘ওগো নিরুপমা’, ‘রাঙা বউ’ খ্যাত অভিনেতা গৌরব নিজের সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘এতো ভালো মুহূর্ত কাটিয়েছি। এই কদিন আগেই দেখা হল। আর আজ তুমি নেই এটা মানতে পারছি না। আমি যে কী বলব… আজ শব্দ হারালাম। ভালো থেকো’। তাঁর পোস্টের কমেন্ট বক্সেই অভিনেত্রী অর্কজা লেখেন, ‘সত্যি বিশ্বাস হচ্ছে না এখনও’। অভিনেতা সংবাদমাধ্যমকে জানান, বন্ধু অর্ণবের অকালমৃত্যুতে মর্মাহত তিনি। কান্নায় ভেঙে পড়েছেন পৌষ্মিতা।

You cannot copy content of this page