টিআরপির প্রথম পাঁচে শুধুই জয়জয়কার জি বাংলার! টিমটিম করে জ্বলছে জলসার গীতা! আঁধারে দীপা!

বর্তমান সময়ে দাঁড়িয়ে টিআরপি (TRP) হচ্ছে সবথেকে উল্লেখযোগ্য বিষয়। এই টিআরপি তালিকা‌ই বর্তমান সময়ে সমস্ত ধারাবাহিককে নিয়ন্ত্রণ করে। যে বাংলা ধারাবাহিকটির যত বেশি টিআরপি তার দর্শক সংখ্যা‌ও তত বেশি। অর্থাৎ সেই ধারাবাহিক চলছে বেশি ভালো।

আগে অবশ্য বাংলা ধারাবাহিকের ক্ষেত্রে টিআরপি এতটা গুরুত্বপূর্ণ বিষয় না হলেও বর্তমান সময়ে কিন্তু ধারাবাহিকের সফলতা অসফলতা সবকিছুই নির্ভর করে এই টিআরপি তালিকার ওপর। যদি কোন‌ও ধারাবাহিক টিআরপি তালিকায় ধারাবাহিকভাবে অসফল হয় তাহলে সেই ধারাবাহিকের তাড়াতাড়ি বিদায় নিশ্চিত থাকে।

আবার যদি কোন ধারাবাহিক টিআরপি তালিকায় চূড়ান্ত সফল হয় তাহলে সেই ধারাবাহিকের টিকে থাকার মেয়াদও বেড়ে যায়। তবে একটি ধারাবাহিক যে সমানে টিআরপি তালিকায় রাজত্ব করবে এমনটা নয়। বেশ কয়েক মাস টানা রাজত্ব করের পর সেই ধারাবাহিক ছিটকে গিয়ে আবার নতুন কোন‌ও ধারাবাহিক রাজত্ব করতে আসে!

আর বাংলা টেলিভিশনের দুনিয়ায় এইরকম উদাহরণ ভুরি ভুরি। তবে বর্তমান সময়ে দাঁড়িয়ে বাংলা টেলিভিশনের দুনিয়ায় একচ্ছত্র অধিপত্য বিস্তার করেছে জি বাংলার ধারাবাহিক জগদ্ধাত্রী। একটা সময় স্টার জলসার অনুরাগের ছোঁয়ার কাছে হেরে গেলেও এখন কিন্তু এই ধারাবাহিক ধারাবাহিকভাবে সফল।

আরো পড়ুন: বলিউডে ফের খুশির খবর! দীপিকা-রণবীরের ঘর আলো করে আসতে চলেছে নতুন সদস্য! কবে?

মাঝে দীপা লড়াইয়ে ফিরলেও ফের পিছিয়ে পড়েছে। চলতি সপ্তাহের টিআরপি তালিকা অনুযায়ী প্রথম পাঁচে শুধুই জয়জয়কার জি বাংলার। একমাত্র জলসার গীতা এলএলবি একটি স্থান দখলে রাখতে পেরেছে। চলুন দেখে নেওয়া যাক চলতি সপ্তাহের টিআরপি। এই সপ্তাহে প্রথম স্থানে রয়েছে জগদ্ধাত্রী, দ্বিতীয় স্থানে নিম ফুলের মধু, তৃতীয় স্থানে ফুলকি, চতুর্থ স্থানে গীতা এলএলবি আর পঞ্চম স্থানে রয়েছে কোন গোপনে মন ভেসেছে।

চলুন দেখে নেওয়া যাক চলতি সপ্তাহের টিআরপি তালিকা-

BT •• জগদ্ধাত্রী ৯.০
2nd •• নিম ফুলের মধু ৮.৬
3rd •• ফুলকি ৮.৫
4th •• গীতা LLB ৭.৬
5th •• কোন গোপনে ৭.৫

Back to top button