এখনও শেষ হয়নি ক্রেজ,নতুন করে উচ্ছেবাবু সন্দেশ বানালেন সিডের ক্রাশ! ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

সুখে-দুঃখে মিষ্টিমুখে মিঠাই আমাদের কিন্তু বেশ ভালো রেখেছে গত এক বছর ধরে। লকডাউন এর সময় শুরু হওয়া এই সিরিয়াল মানুষের মন জয় করে নিয়েছিল অল্প কিছুদিনের মধ্যেই। এর আগে সৌমি কাজ করতো সান বাংলায়, পরে জি বাংলা তাকে সুযোগ দেয় এবং এক সুযোগেই বাজিমাত করে দেয়নি মিঠাই‌।

সপ্তাহ দুয়েক আগেই আমরা দেখেছি মিঠাই হেলদি হেঁশেল কম্পিটিশনে জিতে নিয়েছে সেরার সেরা পুরস্কার। তারপর থেকে সে বিখ্যাত হয়ে উঠেছে সকলের মাঝে। এই কিছুদিন আগেই পেল উইম্যান অফ দ্য ইয়ার পুরস্কার। এখন মিঠাই এর ইন্টারভিউ ছাপা হচ্ছে। তাকে টিভিতে দেখাচ্ছে।

এই মিঠাই এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে তার তৈরি উচ্ছে বাবু সন্দেশ এখন পাওয়া যাচ্ছে দোকানে। সবথেকে বড় কথা সেই সন্দেশ মুহূর্তের মধ্যেই বিক্রি হয়ে যাচ্ছে দোকান থেকে।

আমরা আগেই আপনাদের দেখিয়েছিলাম যে মিঠাইয়ের এক ইউটিউবার ভক্ত বানিয়ে ফেলেছিলেন উচ্ছে বাবু সন্দেশ মিঠাই এর সেই এপিসোডের টেলিকাস্ট এর একদিনের মধ্যেই।

এখনো মিঠাইয়ের সেই মিষ্টি বানিয়ে যাচ্ছেন মিঠাই এর ভক্তরা। এবার আরেক মিঠাই ভক্ত বানালেন এই মিষ্টি। যা দেখতে বেশ সুন্দর হয়েছে এবং সত্যিই উচ্ছের মত লাগছে সন্দেশটি।

তিনি নিজেকে মিঠাই এর অন্যতম ভক্ত হিসাবে পরিচয় দিয়েছেন এবং সিদ্ধার্থ তার ক্রাশ এটাও জানিয়েছেন। আর এখানেই মিঠাই এর সাফল্য। সময়ের নিয়মে একদিন মিঠাই সিরিয়ালটি শেষ হয়ে যাবে কিন্তু এই উচ্ছে বাবু সন্দেশ চিরকাল থেকে যাবে মানুষের মধ্যে।

Back to top button