লকডাউনের মাঝেই কাজের সুযোগ টাটা কনসালটেন্সি সার্ভিসে! প্রায় ৪০ হাজার কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি, ঝটপট আবেদন করুন

গত ২০২০ সাল থেকে লকডাউন, মহামারী সব মিলিয়ে আমরা সকলে এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। তার উপর গোদের উপর বিষ ফোঁড়া হয়ে দাঁড়িয়েছে আর্থিক মন্দা, কর্মী ছাঁটাই এসব। এই দুর্দিনে চাকরি প্রার্থীদের জন্য সুখবর নিয়ে এলো ভারতের সর্ববৃহৎ তথ্য প্রযুক্তি সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিসেস(TCS)।

দেশব্যাপী ক্যাম্পাসিং এর মাধ্যমে প্রায় ৪০০০০ এরও বেশি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে সংস্থা। সংস্থার বিশ্বব্যাপী মানব সম্পদ (human resource) বিভাগের প্রধান মিলিন্দ লাক্কাড়ের তরফে জানানো হয়েছে যে গত অর্থবর্ষে তারা দেশের বিভিন্ন প্রান্তের কলেজগুলি থেকে প্রায় ৪০০০০ কর্মী নিয়োগ করেছিলেন। এই বছর যাতে সেই সংখ্যা আরও বাড়ানো যায় তার দিকে লক্ষ্য রাখবেন বলে জানিয়েছেন।

মহামারীর কারণে এই নিয়োগের প্রক্রিয়ায় কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন তিনি। তিনি আরও জানিয়েছেন যে, ‘গত বছর প্রায় ৩ লক্ষ ৬০ হাজার প্রার্থী ভার্চুয়ালি এন্ট্রান্স দিয়েছিলেন। দেশের বিভিন্ন প্রান্তের ক্যাম্পাস থেকে আমরা গত বছর ৪০,০০০ জনকে নিয়োগ করেছিলাম। আমরা নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যাব। এবার ভারতে ৪০,০০০-এরও বেশি গ্র্যাজুয়েট পাশ করা প্রার্থীকে নিয়োগ করব আমরা।’

এছাড়াও আমেরিকান কলেজের ক্যাম্পাস থেকে প্রায় ২০০০ ট্রেনিকে সুযোগ দেওয়া হয় ইন্টার্নশিপের। এই তথ্য প্রযুক্তি সংস্থার চিফ অপারেটিং অফিসার বলেন, ভারতের প্রার্থীদের প্রতিভা বিস্ময়কর, তাই তাদের এই সুযোগ থেকে বঞ্চিত করা উচিত নয়। বর্তমানে টাটা গ্রুপের কর্মী সংখ্যা ৫ লাখ ছাড়িয়েছে। জুন ত্রৈমাসিকে সবথেকে বেশি কর্মী নিয়োগ করা হয়েছে। টাটা গ্রুপের তরফে বলা হয়েছে, ‘কর্মীবল অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ। বিশ্বের ১৫৫ টি দেশের কর্মী আছেন। মোট কর্মীবলের ৩৬.২ শতাংশ মহিলা।’

Back to top button