Badam Juto: কাঁচা বাদামের পর এবার বাজারে এলো বাদাম জুতো!হৈ হৈ করে বিকোচ্ছে বাজারে

যারা সোশ্যাল মিডিয়ায় আছেন তারা সকলেই এতদিনে কাঁচা বাদাম গানটি শুনে ফেলেছেন।বীরভূমের দুবরাজপুর এর ভুবন বাদ্যকর এর গাওয়া এই গান সোশ্যাল মিডিয়ায় বেশ চলেছিল কয়েকদিন ধরে। এই গানের রিমিক্স ভার্সন বের হয়েছিল।ইউটিউব এবং ফেসবুকের কনটেন্ট ক্রিয়েটররা এই গানটাকে কনটেন্ট বানিয়ে হাজার হাজার টাকা উপার্জন করেছিলেন।

তবে এই গানের উপর অবলম্বন করে বর্তমানে বাজারে যে জিনিসটা এসেছে তা দেখে চোখ কপালে নেটিজেনদের। তা হলো কাঁচা বাদাম জুতো। আরামবাগের এক বাসিন্দা প্রথম এই জুতোর ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। তারপরেই হুড়মুড়িয়ে ভাইরাল হয় এই ছবি।

জানা গিয়েছে কলকাতা সিআইটি রোড এর কাছে পদ্মপুকুরে এই জুতোর কারখানা। জুতোর রং গোলাপি এবং বেগুনি। জুতোর ওপরে কতগুলি বাদামের ছবি আঁকা এবং লেখা কাঁচা বাদাম। বাজারে এই জুতো ছেয়ে গেছে। জুতোর তলার দিকে রয়েছে বাদাম আকৃতির কতগুলো জিনিস। তাই চাইলেই আপনি এখনই জুতো কিনতে পারেন আর হয়ে যেতে পারেন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং।

Back to top button