সোনা তাঁর ভগবান! জানেন কেন গা ভর্তি গয়না পরতেন বাপ্পি লাহিড়ি?

সঙ্গীত জগতে একের পর এক নক্ষত্র পতন হয়ে চলেছে। প্রথমেই লতা মঙ্গেশকর, তারপর সন্ধ্যা মুখোপাধ্যায় এবং বুধবার চলে গেলেন বাপ্পি লাহিড়ি। শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখান থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ডিস্কো কাঁপানো ‘ডিস্কো কিং’র তকমা পাওয়া সুরের গুরু বাপ্পি লাহিড়ি। তাঁর স্বর যেমন তাঁর পরিচয় ছিল তেমনই তাঁর আরেক পরিচয় ছিল সোনা দিয়ে।

সোনার গয়না, রঙিন সানগ্লাসে নিজেকে সর্বদা রঙিন ও প্রাণবন্তভাবে উপস্থাপিত করতে ভালোবাসেন বাপ্পি লাহিড়ি। গোল্ড ম্যান হিসেবেও পরিচিত হয়ে গিয়েছিলেন তাই।

কিন্তু কেন এভাবে নিজেকে সোনায় মুড়িয়ে রাখতেন তিনি? বাপ্পি লাহিড়ি বলেছিলেন তাঁর কাছে সোনা ভগবান। তবে সোনা পরার আসল উৎসাহ তিনি নাকি পেয়েছিলেন আমেরিকান রকস্টার এলভিস প্রেসলির থেকে। হলিউডের বিখ্যাত এই গায়ক গলায় পরতেন সোনার হার। আর বাপ্পি ছিলেন তাঁর বড়ো ফ্যান।

বাপ্পি মনে করতেন তিনি যদি কখনও সাফল্য অর্জন করেন তাহলে তিনি নিজেকে সম্পূর্ণ অন্যভাবে মেলে ধরবেন দর্শকদের কাছে। সোনার গয়না দিয়ে তিনি সেটা করতে সফল হয়েছেন। তাঁর মতে সোনা তাঁর কাছে লক্ষী। তাই সোনা নাকি তাঁর জন্য লাকি। তাই দেখনদারির জন্য নয়, তিনি নিজের ভাগ্যের জন্য সোনা পরতেন। প্রথম দিকে যদিও সোনার গয়না পরতেন বাপ্পি তবে পরবর্তীকালে ‘Luminex Uno’ নামের একটি ধাতু ব্যবহার করতে দেখা যেত তাঁকে। এই ধাতুও খুবই মূল্যবান এবং সোনার বিকল্প হিসেবে ব্যবহার করতেন ব্যবসায়ীরা। তাই তিনি নিজেও এই ধাতুর প্রচার করতে চান।

Back to top button