Entertainment

TRP: টিআরপি জুড়ে শুধুই জি বাংলা! তলিয়ে গেল জলসা! মাথা তুলে দাঁড়াতে পারলো কি অনুরাগের ছোঁয়া?

প্রতি সপ্তাহে এই একটা দিন আসলেই বাংলা সিরিয়ালের দর্শকদের চিন্তা বেড়ে যায় কারণ এই দিনেই বোঝা যায় কোন সিরিয়ালের দৌড় কতটা। সেই নিরিখে আজ বৃহস্পতিবার এলো সেই দিন।

স্বাভাবিকভাবেই দর্শকদের চিন্তা বেড়ে যাচ্ছে কারণ বাংলা সিরিয়ালের দুনিয়ায় প্রতিযোগিতা বেড়ে চলেছে। একের পর এক নতুন নতুন সিরিয়াল আসছে এবং পুরনো সিরিয়াল গুলো হঠাৎ করে বন্ধ করে দেওয়া হচ্ছে কিংবা তাদের সময় পাল্টে যাচ্ছে। ফোনে একটা চিন্তার বিষয় থেকেই যাচ্ছে এই দিক থেকে।

তবে এই সপ্তাহের ফলাফল আরো বেশি চিন্তা বাড়িয়ে দিলো স্টার জলসার। কারণ টিআরপি জুড়ে শুধুই জি বাংলা। তারপর চারটে ধারাবাহিক রয়েছে জি বাংলা থেকে সেখানে মাত্র একটা ধারাবাহিক স্থান পেয়েছে টিআরপিতে সেরার তালিকায়। ফলে নতুন চিন্তা শুরু হলো।

লিস্ট থেকে দেখতে গেলে তালিকায় প্রথম স্থানে রয়েছে অনুরাগের ছোঁয়া। এরপর যথাক্রমে জগদ্ধাত্রী, খেলনা বাড়ি, গৌরী এলো এবং নিম ফুলের মধু যুগ্মভাবে আর সর্বশেষ স্থানে রাঙা বউ।

এক নজরে দেখে নিন আজকের তালিকা:

১ম •• অনুরাগের ছোঁয়া ৮.৭
২য় •• জগদ্ধাত্রী ৮.০
৩য় •• খেলনা বাড়ি ৭.৫
৪র্থ •• গৌরী এলো / নিম ফুলের মধু ৭.৩
৫ম •• রাঙা বউ ৬.৭

Related Articles

Back to top button