‘তোমার খেলা আমি ধরে ফেলেছি’, নিখিল নুসরাত জাহানের বিয়ের মামলার ফল বেরোতেই হঠাৎ করে বললেন যশ! কিন্তু কেন?

দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে জয় হয়েছে নিখিল জৈনের। বুধবার আলিপুর আদালত জানিয়ে দিয়েছে, নিখিল এবং নুসরাত জাহানের বিবাহ বৈধ নয়। গতকাল ছিল নিখিল জৈনের জন্মদিন তাই জন্মদিনে ভালোই উপহার পেলেন নিখিল জৈন বলে মত সকলের।

কিন্তু এসবের মধ্যেই হঠাৎ যশ দাশগুপ্তের হলো টা কী? নুসরাত জাহান এর সঙ্গে কোন ঝগড়া হলো নাকি? হঠাৎ করে যশ দাশগুপ্ত ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, আমার আন্দাজ করার ক্ষমতাকে ছোট কোরো না। তুমি খেলা শুরু করার আগেই আমি তোমার খেলাটা ধরতে পারি।

এবার যশ নিজে লিখেছেন এই লেখা। তার হঠাৎ করে কী হল যে তিনি খেলা ধরে ফেলার কথা লিখলেন, এটাই ভাবাচ্ছে সকলকে। অনেকে মনে করছেন যে তিনি বোধহয় নিখিলকে খোঁচা মেরেছেন এতদিন পর। সাধারণত নিখিলকে নিয়ে কোনো কথা বিগত একবছরে যশ বলেননি। তাই এখন নুসরাত নিখিলের বিয়ের মামলার রায় বেরোতেই তিনি বোধহয় নিশ্চিন্ত হয়েছেন যে তার বৌ নুসরাতকে এই নিয়ে আর কাদা ছোঁড়াছুঁড়ি করতে হবে না। পরোক্ষ ভাবে তিনি নিখিলকে হুঁশিয়ারি দিলেন বলেই মনে করছেন সকলকে।

Back to top button