Srabanti Chatterjee: তিনবার বিয়ে করেছেন তবু মেটেনি সাধ! অচেনা এক “সুখ” পান শ্রাবন্তী! খুব অন্যায় করছেন কি? ছুঁড়ে দিলেন প্রশ্ন

বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় ও দাপুটে অভিনেত্রী হলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। নিজের সিনেমা বা অভিনয়ের থেকেও বেশি তিনি চর্চায় থাকেন ব্যক্তিগত জীবন নিয়ে। তাঁর কারণ একটাই। একাধিক প্রেমের পাশাপাশি একাধিকবার বিয়ে। একবার দুবার নয়, তিন তিনবার বিয়ে।

মাঝে মধ্যেই তাঁর জীবনে অন্য বসন্তের ছোঁয়া লাগে। তাতে অবশ্য শ্রাবন্তীর নিজের খুব একটা সমস্যা নেই। বরাবরই নিজের কাজের জীবন ও পার্সোনাল জীবন নিয়ে খুব খোলাখুলি আলোচনা করেন। বিশেষ কিছুর রাখ ঢাক রাখেন না, জটিলতাতেও জড়ান না।

মাত্র ক্লাস সিক্স থেকে প্রেম করতেন। বিয়েটাও সেরে ফেলেছিলেন খুব ছোট বয়সেই। ১৬ বছরে বয়সে পালিয়ে বিয়ে করেছিলেন পরিচালক রাজীব বিশ্বাসকে। তাঁর সঙ্গে সংসার বেঁধেই কোলে আসে ছোট্ট ঝিনুক। তবে বিয়ের কয়েক বছর পরই ছেলেকে নিয়ে বেরিয়ে আসেন।

তারপরই একাধিক নাম এসেছে তাঁর জীবনে। মডেল কৃষ্ণ ব্রজ, রোশন সিং, অভিরূপ নাগ চৌধুরী। তাঁর মধ্যে কৃষ্ণ এবং রোশনের সঙ্গে সম্পর্ক এগিয়েছিল বিয়ের পিঁড়ি পর্যন্ত। কিন্তু এক বছর না গড়াতেই সেই সম্পর্কতেও ভাঙন ধরে। তবে আবার নতুন সম্পর্কের গুঞ্জন শোন যাচ্ছে। কে সে? সম্প্রতি শ্রাবন্তীর সোশ্যাল মিডিয়ায় খুব বেশি করে দেখা যাচ্ছে তাঁর জিম ট্রেনারের সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও এই বিষয়টি সাফ খারিজ করে দিয়েছেন তিনি।

অভিনেত্রী জানিয়েছেন, তাঁর এই মুহূর্তে যার সঙ্গে বিয়ের কথা হচ্ছে অভিরূপ নাগ চৌধুরী , তাঁর সঙ্গে সম্পর্কে কোনও চির ধরেনি। বরং এখনও তিনি অভিরূপের ব্র্যান্ড অ্যাম্বাসডর তিনি। তবে কেন এতবার প্রেমে জড়িয়ে যান শ্রাবন্তী?

এই বিষয়ে শ্রাবন্তী একবার খোলাখুলি নিজের মতামত জানিয়েছিলেন। তিনি খুব স্পষ্টভাবে জানিয়েছিলেন, দিন শেষে মানুষে ভালো থাকতে চান। সেই ভালো থাকাটা কোনও সম্পর্কে বেঁধে দেওয়া যায় না। যদি মনে হয় কোনও সম্পর্কে বেঁচে থাকার শর্ত বিঘ্নিত হচ্ছে তাহলে সেটাকে বাজেভাবে না টেনে বেরিয়ে আসাই ভালো। সবাইতো দিন শেষে সুখে থাকতে চায়। আর এমন কোনও শর্ত নেই যাতে বলা হচ্ছে যাকে বিয়ে করবে তাঁর সঙ্গেই জীবনের পরবর্তী ৬০-৭০ বছর কাটাতে হবে। তাই বার বার প্রেমে পড়তে ভালোবাসেন অভিনেত্রী।

Back to top button