‘আরে ওটা সুর্ঘটনা নয়, দুর্ঘটনা হবে’, উমার নতুন প্রোমোর ক্যাপশনে বানান ভুল লিখল জি বাংলা, তীব্র ট্রোলের মুখে পড়ল চ্যানেল কর্তৃপক্ষ

জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো উমা। সন্ধ্যা সাতটার প্রাইম টাইমে দেখানো হয় এই সিরিয়াল। এক সাধারণ মেয়ে যে গয়না বড়ি বেচে সংসার চালায়, তার বড় ক্রিকেটার হয়ে ওঠার গল্প বলবে এই সিরিয়াল। বেশ কিছুকাল যাবৎ হলো সিরিয়ালের ট্র্যাক সেই বাঁধাগত হয়ে গেছে।উমাকে ক্রিকেট খেলায় সাহায্য করবে বলে তাকে বিয়ে করেছে অভি। আর অভির বাড়িতে এসে সেই সাংসারিক কূটকচালির মধ্যে পড়ে গেছে উমা।

আর সিরিয়ালে এই জিনিস দেখেই প্রচন্ড বিরক্ত দর্শকরা। তার উপর উমার চরিত্রে যিনি অভিনয় করছেন সেই শিঞ্জিনী চক্রবর্তীর অভিনয় নাকি অনেক আড়ষ্ট। তাই তাকেও ভালো করে গ্রহণ করছেন না দর্শকরা। সব মিলিয়ে এই সিরিয়ালের টিআরপি রেটিং কমতে থাকছে। সম্প্রতি জি বাংলায় দেওয়া হলো এই সিরিয়ালের নতুন ক্লিপিংস আর সেখানেই একটা বড়সড় ভুল করে বসল চ্যানেল কর্তৃপক্ষ।

অভি দুর্ঘটনাগ্রস্ত হয়েছে এবং তাকে বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। খবর শুনে বাড়ির লোক ভীষণ চিন্তিত। তার মা ববিতা অসুস্থ হয়ে পড়েছেন। শুকতারা দেবী নিজেকে দোষারোপ করছেন। বাড়ির পুরুষরা সকলের হাসপাতালে গেছেন অভিকে দেখতে। ববিতা গোটা ঘটনার জন্য উমাকেই দোষারোপ করেছেন।

কিন্তু দর্শকদের এই দিকে মন নেই। তারা জি বাংলার ক্যাপশনকেই দেখছেন। জি বাংলা অভির দুর্ঘটনাকে লিখেছে অভির সুর্ঘটনা। আর এই বানান ভুল দেখেই হেসে কুটিপাটি নেটিজেনরা।

 

তারা এই বানান কমেন্ট বক্সে সংশোধন করে জি বাংলার কর্তৃপক্ষের তুলোধোনা করেছেন। কী করে চ্যানেল কর্তৃপক্ষ প্রোমো পোস্ট করার আগে এত বড় ভুল করতে পারেন সেই নিয়েই এখন উঠছে প্রশ্ন।

 

 

Back to top button