ইচ্ছাকৃতভাবে তিন-তিনবার গর্ভপাত, বাড়ির অমতে বিয়ে! হাসিমুখের আড়ালে কষ্ট লুকিয়ে রাখেন পোখরাজের অনস্ক্রিন জাঁদরেল মা ময়না মুখার্জি

বাংলা ধারাবাহিক দেখেন অথচ অভিনেত্রী ময়না মুখোপাধ্যায় ও অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়কে চেনেন না এমন মানুষ পাওয়া ভার। একাধিক বাংলা ধারাবাহিকে তাঁদের দেখা মেলে। বলতে পারেন বাংলা ধারাবাহিকে তাঁদের স্থান পাকা। এই মুহূর্তে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘এক্কাদোক্কা’তে নায়ক পোখরাজের মায়ের চরিত্রে অভিনয় করছেন ময়না মুখার্জি।

গতবছর এই স্বামী-স্ত্রী জুটি অংশ নিয়েছিলেন স্টার জলসার নতুন রিয়্যালিটি শো ‘ইস্মার্ট জোড়ি’তে। আর সেখানেই তাঁরা তাঁদের জীবনের কঠিন অধ্যায়ের গল্প সবার সামনে নিয়ে আসেন।‌ তাঁদের জীবনে যে তীব্র রকমের যন্ত্রনা লুকিয়ে রয়েছে তা তাঁরা সবার সঙ্গে ভাগ করে নেন এই মঞ্চে উপস্থিত হয়ে। বর্তমানে দুই যমজ সন্তানের বাবা-মা এই দুই জন। সুখের সংসার তাঁদের। কিন্তু এই সুখের সংসারের মাঝেই রয়েছে অপার শূণ্যতা, হাহাকার।

উল্লেখ্য, ওই মঞ্চে উপস্থিত হয়ে সম্রাট-ময়না জানিয়েছিলেন যে তাঁদের বিয়ে মেনে নেয়নি তাঁদের দু’জনের পরিবারই। এক কামরার একটা ছোট্ট ঘর ছিল সম্বল। আর্থিকভাবেও বিশাল স্বাচ্ছন্দ ছিল না তাঁদের। আর সেই কারণেই সেই মুহূর্তে সন্তান ধারণকে তাঁরা বিলাসিতা মনে করেছিলেন। সেই কারণেই করান গর্ভপাত। তবে একবার নয়, তিন তিনবার গর্ভপাত করিয়েছিলেন ময়না মুখার্জি।

আর সেই ইচ্ছাকৃত গর্ভপাতের যন্ত্রনা আজও তাড়া করে বেড়ায় তাঁকে। এই বিষয়ে ওই মঞ্চে দাঁড়িয়ে অভিনেতা সম্রাট মুখার্জি জানিয়েছিলেন, ‘প্রথমবার ময়না যখন অন্তঃসত্ত্বা হয় সেই সময় আমাদের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ ছিল। আমরা তখন বাবা-মার থেকে আলাদা থাকতাম। আর ওই একটা ঘরে সন্তানকে বড় করা তোলা খুব কঠিন ছিল।’

একবার না হয় ঠিক আছে, কিন্তু দ্বিতীয়বার, তৃতীয়বার কেন গর্ভপাত করিয়েছিলেন? এই প্রসঙ্গে ময়না মুখার্জি জানিয়েছিলেন, ‘তৃতীয়বার যখন আমি গর্ভপাত করাই সেই সময় আমার ভীষণ রকম মন খারাপ হয়েছিল, আমার মনে একটা বিষয় চলছিল, যে হয়ত আমার জীবনে এমন ঘটনাই ঘটতে থাকবে। আমি আর কোনওদিন নিজের সন্তানের মুখ দেখতে পাব না।‌ আমার মধ্যে ভয় হয়েছিল বারবার এই রকম শারীরিক পরিস্থিতির মধ্যে দিয়ে গেলে ভবিষ্যতে হয়ত আমি আর মা নাও হতে পারি।’

যদিও সেই সমস্ত ঘটনা আজ অতীত। অন্তরে গভীর শোক থাকলেও আজ তাঁদের কোল পরিপূর্ণ। সাগর ও সমুদ্র নামে দুই যমজ সন্তানের বাবা-মা তাঁরা। যদিও এত সুখের মাঝেও অতীত তাড়া করে বেড়ায়। কোথাও যেন জীবনের সেই করুণ কাহিনী আজও তাজা সম্রাট-ময়নার মনে।

Back to top button