দুঃসংবাদ! ফের মৃত্যু টলিপাড়ায়! প্রয়াত জনপ্রিয় এই অভিনেতা

টলিপাড়ায় (Tollywood) নেমে এসেছে দুঃসময়ের ঘন কালো মেঘ। শোনা যাচ্ছে একের পর এক দুঃসংবাদ। বিনোদন জগৎ হারাচ্ছে একের পর এক নক্ষত্র শিল্পীরা। শোকের ছায়া নেমে এসেছে বিনোদন প্রেমী দর্শকদের মনেও। তারকারাও হারাচ্ছেন তাদের কাছের মানুষকে। সম্প্রতি প্রয়াত হয়েছিলেন জনপ্রিয় টেলি অভিনেত্রী তন্বী লাহা রায়ের মা। ১৪ মে সামাজিক মাধ্যমে একটি বুক ফাটা পোস্টের মাধ্যমে মায়ের প্রয়াণের খবর সকলকে জানিয়েছেন অভিনেত্রী।

তাছাড়াও কিছুদিন আগেই শোনা গেছে শোনা গেছে অসুস্থ সঙ্গীতশিল্পী মোনালি ঠাকুরের মা। গায়িকা নিজেই ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে সে বার্তা দিয়েছেন সকলকে। ডাক্তারও স্পষ্ট জানিয়ে দিয়েছে তার মায়ের হাতে নেই বেশি সময়। বাধ্য হয়েই গায়িকাকে নিতে হয়েছে চরম পদক্ষেপ। খুলে দিতে হয়েছে লাইফ সাপোর্ট। গায়িকার আর্তনাদ শুনে চোখ ভিজেছে নেটিজেনদের।

তবে এবার শোনা যাচ্ছে আরেক দুঃসংবাদ। টলিপাড়া থেকে চিরতরে বিদায় নিয়েছেন ছোট থেকে বড় সকলের প্রিয় শিল্পী। নিজের কর্মদক্ষতায় এতদিন তিনি মন জয় করে এসেছেন সকলের। তাকে কাজ উপভোগ করছেন সকলকে। দশর্ক মহলেও বিপুল প্রশংসা কুড়িয়েছেন তিনি। তবে এবার সকলকে ফেলে রেখে তিনি বিদায় নিলেন না ফেরার দেশে।

Cartoon

সোনি আটের জনপ্রিয় শো গোপাল ভাঁড়

কথা হচ্ছে সকলের প্রিয় গোপাল ভাঁড়ের। ছোট থেকে এই কার্টুনটি দারুণ প্রশংসিত হয়েছে দর্শকদের মধ্যে। ছোট থেকে বড় গোপাল ভাঁড়ের মজাদার কাহিনী এখন একইভাবে পছন্দ করেন সকলে। গোপালের তীক্ষ্ণ বুদ্ধি, রাজকৃষ্ণ চন্দ্রকে বিপদ থেকে বের করার নতুন নতুন পরিকল্পনা, পছন্দ করেন না এমন বাঙালি বোধহয় সত্যিই খুব কম। বর্তমানে সোনি আটেও শুরু হয়েছে গোপাল ভাঁড়ের এই শো। শুরু থেকেই এই শোটি বিপুল জনপ্রিয় পেয়েছে দর্শক মহলে।

বিদায় নিলেন সকলের গোপাল ভাঁড়ের মন্ত্রীমশাই ওরফে রবিন শেঠ

তবে গোপাল ভাঁড়ের কথা বলতেই যার কথা সকলের সর্বপ্রথম মনে পড়ে তিনি হচ্ছেন মন্ত্রী মশাই। শুরু থেকেই গোপালকে নানাভাবে প্যাঁচে ফেলার চেষ্টা করে এসেছেন তিনি। বাচ্চাদের মধ্যেও তাই বিপুলভাবে জনপ্রিয় এই চরিত্রটি।

আরও পড়ুন: মিঠিঝোরার আজকের চমক: শৌর্য্যর মনে আবার কড়া নাড়ছে রাই, নিজের কুকীর্তির জন্য স্রোতে কাছে ক্ষমা চাইল সার্থক

এই চরিত্রটিতে এতদিন আপনারা যার কণ্ঠস্বর নিয়ে এসেছেন তিনি কণ্ঠশিল্পী রবিন শেঠ। ২০২২-এর আগে পর্যন্ত তারই গলায় কথা বলতেন সকলের অতি জনপ্রিয় চরিত্র মন্ত্রীমশাই। আর বলাই বাহুল্য সেই কন্ঠ সকলের বিষয় প্রিয়। কিন্তু বার্ধক্যজনিত কারণে শোটি ছেড়ে দিয়েছিলেন রবিন শেঠ। এরপর তার জায়গাতে অন্য শিল্পীকে আনা হয় কিন্তু সেই স্বাদ আর আসেনি শোতে। অবশেষে গতকাল সামনে আসলো দুঃসংবাদ। দীর্ঘ রোগভোগের পর বার্ধক্যজনিত কারণে প্রয়াত হয়েছেন রবিন শেঠ। সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে সামনে এসেছে সেই সংবাদটি। আর তার কন্ঠে শোনা যাবে না পর্দায়। সংবাদ শোনা মাত্রই শোকের ছায়া নেমে এসেছে দর্শকদের মধ্যে।

You cannot copy content of this page