Tollywood

‘টলিউডে এর-ওর সঙ্গে শুলেই কাজ পাওয়া যায়’, কাস্টিং কাউচ নিয়ে এবার সরব তথাগত মুখোপাধ্যায়

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে অনেকেই স্বজনপোষণ নিয়ে মুখ খুলেছেন। কাজ পাওয়ার জন্য প্রতিভা থাকলেও নেপটিজমের দৌলতে সেই প্রতিভাকে গুরুত্ব না দিয়ে শুধুমাত্র চেনাশোনার দৌলতেই কাজ পাওয়া যায়। তবে এমন বিষয় শুধুমাত্র বলিউডে বিদ্যমান নয়, টলিউডেও এর প্রভাব পড়েছে। স্বজনপোষণের সমস্যা টলিউডেও যে রয়েছে তা স্পষ্ট করে বলেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে ঋতুপর্ণা সেনগুপ্তের মত বড় বড় অভিনেতা অভিনেত্রীর দিকে সরাসরি আঙুল তুলেছেন তিনি।

এবার অভিনেতা তথাগত মুখোপাধ্যায় এই নিয়ে মুখ খুললেন। তিনি বললেন টলিউডে কাজ পেতে গেলে শুধুমাত্র মেয়ে নয় ছেলেদেরও একইভাবে যৌ’ন হেনস্থার শিকার হতে হয়। অনেক প্রডিউসারই কাজ দেওয়ার নাম করে ডেকে অশ্লীল প্রস্তাব দিয়েছেন তাঁকে, এমন অভিযোগ করলেন অভিনেতা। এমনকী এই বিষয়ে শ্রীলেখাকে সমর্থন করে তিনি বললেন শ্রীলেখা অনেক সাহসী বলেই মুখ খুলতে পারলেন।

আর এরপরে শ্রীলেখাকে অনুরোধ করলেন যাতে ভুল কিছু দেখলেও চুপ করে না থাকেন তিনি। তাকে বাকিরাও এগিয়ে আসার সাহস পাবে। তথাগত নিজের অভিজ্ঞতা শেয়ার করে লেখেন যে তিনি এবং তাঁর স্ত্রী দেবলীনাকে প্রডিউসার কাজ দেওয়ার নাম করে ডেকে জিজ্ঞেস করেন অভিনয় ছাড়া আর কী তাঁরা করতে পারবেন।

টলিউডের মধ্যের ঘটনাগুলি সামনে আসার পরে এখন সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি হয়েছে। সকলেই এখন জানতে চাইছেন যে সেই প্রডিউসারদের নাম যারা নায়ক-নায়িকাদের হেনস্থা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button