Subhashree Ganguly: “ছেলের বয়স বাড়ছে মায়ের বয়স কমছে”! এক বাচ্চার মা হয়েও কীভাবে এতটা হ’ট শুভ ডার্লিং? ছেলে এবং সান্টার সঙ্গে কোমর দুলিয়ে নজর কেড়ে নিলেন নায়িকা

ক্রিসমাস আসতে আর কয়েকদিন বাকি। এর মধ্যেই সারা কলকাতা সেজে উঠেছে আলো জিংগেল বেলুন ক্রিসমাস আর লাল সাদায়। আর সেইসবের মধ্যেই দেখা গেল টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী এবং তার ছোট্ট ছেলে ইউভানকে। ছেলে ইউভান আর আরও কিছু খুঁদের সঙ্গে নাচ-গান-হাসি-মজায় মেতে উঠলেন অভিনেত্রী।

 

View this post on Instagram

 

A post shared by Subhashree Ganguly (@subhashreeganguly_real)

টিভির পর্দার সাথে সাথে নিজের সোশ্যাল মিডিয়াতেও দারুন সক্রিয় অভিনেত্রী। সম্প্রতি ইনস্টাগ্রামে শুভশ্রীর একটি পোস্ট নেটমাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে গেছে। মা-ছেলের আনন্দের মুহূর্ত দেখে ইনস্টাগ্রামে ভিড় করেছে বহু ভক্ত৷ কমেন্টে প্রশংসার ঝড় উঠেছে৷

ইউভানকে দেখে একাধিক হার্ট ইমোজি পোস্ট করেছেন ভক্তরা৷ ক্যপশনে শুভশ্রী তৃণমূল সদস্য তথা অভিনেত্রী শ্রেয়া পাণ্ডেকে ধন্যবাদও জানিয়েছেন এত সুন্দর করে একটা পার্টি করার জন্য৷

এদিন অভিনেত্রীকে গায়ে অরেঞ্জ জ্যাকেট, জিন্স, স্নিকার্স আর হাতে ফোন নিয়ে দেখা গেছে৷ ছেলের এই সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি করতে হবে ৷ সাদা জামা, চোখে চশমা আর মাথায় সান্টা টুপি পড়ে খেলায় ব্যস্ত তৃণমূল সাংসদ-পরিচালক রাজ চক্রবর্তী এবং অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ছোট্ট ছেলে ইউভান৷ সেইসঙ্গে ছেলে এবং সান্টার সঙ্গে কোমর দোলালেন শুভশ্রীও৷

Back to top button