Tollywood

এই সিনেমার পরেই প্রয়াত হন সৌমিত্র! মৃত্যুর পর বেলাশুরু দিয়ে পর্দায় শেষ বারের মতো জীবন্ত হবেন তিনি

প্রায় দেড় বছর টলিপাড়াকে চিরতরে বিদায় জানিয়েছেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। উত্তরে তিনি চলে গেলেও তাঁর শেষ কাজের মাধ্যমে আবার জীবন্ত হয়ে উঠবেন পর্দায়। অপেক্ষা আর মাত্র কিছু দিনের। পর্দায় মুক্তি পাওয়ার অপেক্ষায় দিন গুনছে সৌমিত্র চ্যাটার্জির শেষ ছবি ‘বেলা শুরু’। ২০ শে মে মুক্তি পাবে এই ছবি, এমনটাই খবর।

সৌমিত্র চট্টোপাধ্যায়ের পাশাপাশি অভিনয় করতে চলেছেন টলিউডের বিখ্যাত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তও। প্রকাশ পেয়েছে ‘বেলা শুরু’ ছবিতে নায়িকার ফার্স্ট লুক। এদিকে বেলা শেষে সিনেমায় সৌমিত্রর সঙ্গে কাজ করা স্বাতীলেখা সেনগুপ্তও সদ্য প্রয়াত হয়েছেন। বেলা শুরু’ সিনেমার প্রযোজনা সংস্থা ‘উইন্ডোজ’ ইতিমধ্যেই ছবির প্রচার সংক্রান্ত কাজ শুরু করে দিয়েছে বলে জানা গিয়েছে।

তবে একটি বিষয় মানতেই হবে যে এই ছবির জন্য আলাদা করে আর কোনো ধরনের প্রচারের দরকার নেই। কেননা দুই কিংবদন্তি প্রয়াত অভিনেতা অভিনেত্রী স্বাতীলেখা এবং সৌমিত্রকে শেষ বারের মত বড় পর্দায় দেখার সুযোগ কোনোওভাবেই মিস করতে চায় না বাঙালি দর্শক।

Related Articles

Back to top button