মোহর শেষ হতে না হতেই স্টার জলসার নতুন সিরিয়ালে ফিরছেন সোনামণি সাহা!কোন সিরিয়ালে আসছেন তিনি? হচ্ছে জোরদার জল্পনা

স্টার জলসার অন্যতম জনপ্রিয় সিরিয়াল মোহর শেষ হয়ে যাচ্ছে আগামীকাল। আজ থেকে তিন বছর আগে অক্টোবর মাসের স্টার জলসায় দেখানো শুরু হয়েছিল এই সিরিয়াল। যেখানে জলপাইগুড়ি থেকে আসা এক মেয়ে কলকাতায় তার স্বপ্ন পূরণ করবে পড়াশোনার।কিন্তু কলেজে ভর্তি হতে গিয়ে সে পড়বে অসুবিধার মুখে আর তখন তাকে সাহায্য করতে এগিয়ে আসবে শঙ্খ স্যার। তারপর দুজনের মধ্যে হবে প্রেম।
তবে পরবর্তীকালে টিআরপি রেটিংয়ে ধীরে ধীরে পড়তে থাকে মোহরের মান। এমনকি সন্ধ্যাবেলার স্লট হারিয়ে তাকে যেতে হয় দুপুরবেলার স্লটে। এতদিন ধিকিয়ে ধিকিয়ে চলছিল সিরিয়াল আর এরপরে তো আমরাই আপনাদের প্রথমে খবর দিয়েছিলাম যে মোহর শেষ হতে চলেছে। তারপরের দিন মোহরের শুটিং সেটে কেক কেটে শেষ দিনের শুটিং করা হয়।
মোহরের চরিত্রে অভিনয় করছিলেন অভিনেত্রী সোনামণি সাহা। শঙ্খ স্যারের ভূমিকায় অভিনয় করছেন প্রতীক সেন।মাঝে এও গুঞ্জন উঠেছিল যে দুজনের মধ্যে সম্পর্ক তৈরি হয়েছে বলে সোনামণির ডিভোর্স হয়েছে তার স্বামীর সঙ্গে।
আর এখন ফেসবুকে তার ফ্যানেদের সূত্রে জানা যাচ্ছে যে স্টার জলসার সঙ্গে কন্ট্রাক্ট থাকার কারণে মোহর শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই নতুন সিরিয়ালের হাত ধরে আবার স্টার জলসায় ফিরতে চলেছেন সোনামণি সাহা। এমন কিছু জানা যাচ্ছে প্রতিপক্ষের জি বাংলা থেকে তাকে নতুন সিরিয়ালের অফার দেওয়া হয়েছিল কিন্তু তিনি সেটা গ্রহণ করেন নি।
এখন স্টার জলসার কোন সিরিয়ালে সোনামণিকে দেখা যাবে তা দেখার জন্য আগ্রহ সহকারে বসে আছেন মোহর সিরিয়ালের ভক্তরা। কারণ তারা ফেসবুকে খোলাখুলি জানিয়ে দিয়েছেন মোহর এবং শঙ্খ স্যারের জুটি তারা মিস করবেন। তাই সোনামণি সাহাকে তারা দ্রুত পর্দায় দেখতে চান।