Tollywood

পুরনো সম্পর্ক আবার জোড়া লাগলো! পাশাপাশি দেখা গেলো সোহিনী- রণজয়কে, ছবি সামনে আসতেই কৌতুহল ভক্তদের মধ্যে

প্রায় তিন বছরের ছিল সম্পর্ক। একদম খোলামেলা সেই বিষয়ে। কিন্তু হঠাৎই তাতে লাগল ভাঙন। হ্যাঁ ঠিকই ধরেছেন কথা হচ্ছে সোহিনী রণজয়কে নিয়ে। সোশ্যাল মিডিয়া ও টলিউডের অন্যতম জনপ্রিয় জুটি তাঁরা।

একসময় নিজের সোশ্যাল মিডিয়ায় একে অপরকে নিয়ে যথেষ্ট অ্যাক্টিভ ছিলেন তাঁরা। দুজনেই ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িয়ে। তাও কাজের ফাঁকে বেশ খানিক সময় কাটিয়ে আসতেন পাহাড়ে।

পাহাড়ে কাটানো মুহূর্তগুলো ভাগ করে নিতেন সোশ্যাল মিডিয়ায়। যেতেন বিভিন্ন ট্যুরে। রাজস্থান, তাজ মহল সবের জায়গায় স্মৃতি ভাগ করে নিতেন তাঁদের অনুগামীদের সঙ্গে। এমনকী লকডাউনটা একসঙ্গেই কাটিয়েছেন তাঁরা।

কিন্তু ২০২২ এ অভিনেত্রীর একটি স্টোরি বুঝিয়ে দেয় সম্পর্কে ভাঙন ধরেছে। লিখেছিলেন, ‘ সিঙ্গল এবং জীবনের প্রতিটা মুহূর্ত এঞ্জয় করছেন ‘। তারপরই দেখা যাই সোশ্যাল মিডিয়া থেকে মুছে গিয়েছে সব ছবি।

তবে সম্প্রতি বইমেলায় আবার পাশাপাশি দেখা গেল তাঁদের। বেশ হেসে হেসে গল্পও করছেন। তাহলে কি সব ঠিক হচ্ছে? যদিও এই বিষয়ে দুজনেই মুখ খুলতে নারাজ।

Back to top button